নতুন মরশুমের জন্য ঘর গোছানোর কাজ অনেকটাই এগিয়ে ফেলেছে মোহনবাগান (Mohun Bagan) সুপারজায়ান্টস। মাসকয়েক পরেই আন্তর্জাতিক টুর্নামেন্টের অভিযান শুরু করবে এই ফুটবল ক্লাব। তাছাড়া জুলাইয়ের শেষের দিকে শুরু হতে চলেছে ডুরান্ড কাপের মতো টুর্নামেন্ট। তাই সবদিক বিচার বিবেচনা করেই প্রস্তুতি শুরু করেছিল ম্যানেজমেন্ট। আগের থেকে দলকে আরো অনেকটা শক্তিশালী করে তোলাই একমাত্র লক্ষ্য তাদের। সেজন্য, দলের একাধিক পুরোনো ফুটবলারদের বিদায় জানানোর পরিকল্পনা রয়েছে ক্লাব ম্যানেজমেন্টের।
সেক্ষেত্রে দল থেকে বিদায় নিতে পারেন অস্ট্রেলিয়ান ডিফেন্ডার ব্র্যান্ডন হ্যামিল। তার পরিবর্তে এবার এক স্প্যানিশ ফুটবলারকে নেওয়ার পরিকল্পনা রয়েছে সবুজ-মেরুনের। তিনি আলবার্তো রদ্রিগেজ। গত সিজনে লিগ ওয়ানের ক্লাব পার্সিব বান্দুংয়ের সঙ্গে যুক্ত ছিলেন এই ডিফেন্ডার। সেই দলের জার্সিতে খেলেছেন একাধিক ফুটবল ম্যাচ।
হিসেব অনুযায়ী আগামী বছর পর্যন্ত এই ক্লাব তাকে রাখতে আগ্রহী হলেও ট্রান্সফার ফি দিয়ে বছর ত্রিশের এই ডিফেন্ডারকে দলে আনতে চাইছে মেরিনার্সরা। সেইমতো কথাবার্তা ও নাকি এগিয়ে গিয়েছে অনেকটা দূর।
আগামী কয়েকদিনের মধ্যেই পরিষ্কার হয়ে যাবে তার যোগদানের বিষয়টি। বর্তমানে এই স্প্যানিশ ফুটবলারকে নিয়েই প্রবল জল্পনা দেখা দিয়েছে সকলের মধ্যে। তার উপস্থিতি নিঃসন্দেহে প্রভাব ফেলতে পারে দলের পারফরম্যান্সে।