চলন্ত ট্রেনে গুটকা পিকের বিরোধিতায় কাল হল! আক্রান্ত বাঙালি যাত্রীরা

বিহারের উপর দিয়ে ট্রেন আসার সময়ে ঘটল যত বিপত্তি। আক্রান্ত যাত্রীদের অভিযোগের ভিত্তিতে জানা গিয়েছে যে,বিহারের উপর দিয়ে ট্রেন যাওয়ার সময় প্রায় দুশোজন দুষ্কৃতী ট্রেনে…

doon express

বিহারের উপর দিয়ে ট্রেন আসার সময়ে ঘটল যত বিপত্তি। আক্রান্ত যাত্রীদের অভিযোগের ভিত্তিতে জানা গিয়েছে যে,বিহারের উপর দিয়ে ট্রেন যাওয়ার সময় প্রায় দুশোজন দুষ্কৃতী ট্রেনে উঠে অত্যাচার চালায়। রেয়াদ পাইনি ছোট্ট শিশুও। রেলের হেল্পলাইনের তরফে ফোন করেও পাওয়া যায়নি সাহায্য। শুধু তাই নয় তাঁদের সাহায্যের জন্যেও এগিয়ে আসেনি অন্য কোনও যাত্রী। এমনই ভয়ঙ্কর অভিজ্ঞতার সাক্ষী হলেন বাঙালি পর্যটকরা।

বিরাট সুখবর, বউবাজারের নীচ দিয়ে কবে থেকে জুড়বে শিয়ালদহ মেট্রো?

   

অভিযোগের ভিত্তিতে জানা গিয়েছে, সোমবার রাত সাড়ে ৮টা নাগাদ বিহারের কুন্দ্রা স্টেশনে ট্রেনে উঠে যাত্রীদের মারধর করে। প্রায় দুশোজন মিলে হকি স্টিক, উইকেট, বেল্ট দিয়ে চলে অত্যাচার। মহিলা-সহ প্রায় দশজন যাত্রী আহত হন। ‘রেল মদতে’ ফোন করে কোনওরকম সহযোগিতা পাননি বলে যাত্রীদের অভিযোগ। আরও জানা গিয়েছে যে বাঙালি পর্যটকের দলটি রবিবার রাতে ঋষিকেশ থেকে দুন এক্সপ্রেস ধরেন। এসনাইন কামরায় ছিলেন তাঁরা। সোমবার রাতে বেনারস থেকে এক যাত্রী ওই কামরায় চড়েন। সংরক্ষণ না থাকলেও জোর করে ওই যাত্রীদের আসনে বসে পড়েন বলে অভিযোগ। জানলা দিয়ে গুটখার পিক ফেলায় তাঁকে বারণ করেন যাত্রীরা। ছমাসের এক শিশু থাকা সত্বেও এভাবে পিক ফেলায় বিরক্ত হয়ে যাত্রীরা তাঁকে সিট ছাড়তে বাধ্য করেন।

ঝেঁপে বৃষ্টি আসছে রাজ্যের ৫ জেলায়, সুখবর শোনাল হাওয়া অফিস

এখানেই শেষ নয়, অত্যাচারের পালা চলে আরও। একে একে ফোন করে লোক জড়ো করতে থাকে অভিযুক্তরা। তাঁদের হাতে ছিল লাঠি, হকি স্টিক, উইকেট, বেল্ট। তাই দিয়ে বেধড়ক মারধর করা হয় বাঙালি পর্যটকদের। বাইরে তখন জড়ো হওয়া আরও শ খানেক লোক। যারা জনলা দিয়ে লাঠি দিয়ে খোঁচা মারছিল। এতে মহিলাদের হাত, মুখ কেটে যায়। যাত্রীদের কারও মাথা ফেটে যায়, ঘাড়ে লাগে, হাত ফুলে যায়। ট্রেনের ভিতরে তাণ্ডব চালিয়ে তারা ওই স্টেশনে নেমে যায়। নামার সময় মোবাইল,ব্যাগপত্তর ছিনিয়ে নিয়ে চলে যায় বলেও অভিযোগ।