এনডিএ-র ওম বিড়লা বনাম কংগ্রেসের প্রবীণ সাংসদ কে সুরেশ। বুধবার দ্বৈরথ। স্বাধীনতার পর এই প্রথম অধ্যক্ষ পদে ভোটাভুটির সাক্ষী হতে চলেছে ভারতীয় সংসদের নিম্নকক্ষ লোকসভা। তবে, সংখ্যার বিচারে এগিয়ে ওম বিড়লাই। জিতলেই দ্বিতীয়বার লোকসভার অধ্যক্ষ পদে বসবেন কোটার বিজেপি সাংসদ।
জানুন ওম বিড়লা সম্পর্কে-
- ওম বিড়লা ৪১ হাজার ভোটের ব্যবধানে কংগ্রেসের প্রহ্লাদ গুঞ্জালকে পরাজিত করে বিজেপির পক্ষে রাজস্থানের কোটা লোকসভা আসনটি ধরে রেখেছেন।
- ওম বিড়লাই বিগত দু’দশকের মধ্যে লোকসভা প্রথম অধ্যক্ষ, যিনি নিম্নকক্ষে পুনরায় অধ্যক্ষ পদে নির্বাচিত হতে পারেন।
- ওম বিড়লা ২০১৪ সাল থেকে কোটা লোকসভা আসনটি দখলে রেখেছেন এবং ২০১৯ সালে লোকসভার অধ্যক্ষ পদে নির্বাচিত হয়েছিলেন।
- ১৯৬২ সালের ২৩ নভেম্বর ওম বিড়লা রাজস্থানের কোটায় জন্মগ্রহণ করেছিলেন। তিনি তাঁর কলেজ জীবনে ছাত্র রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন।
- ১৯৯১ সালে বিজেপির যুব শাখা ভারতীয় জনতা যুব মোর্চার রাজ্য সভাপতি হন। তারপর ১৯৯৭ সালে তাঁকে বিজেপির জাতীয় সহ-সভাপতি করা হয়।
- কোটা দক্ষিণ বিধানসভা আসন থেকেই ২০০৩ সালে জিতে ওম বিড়লা প্রথম বিধায়ক হয়েছিলেন। তিনি রাজস্থান বিধানসভার তিনবারের বিধায়ক।
এনডিএ ওম বিড়লাকেই ফের লোকসভার অধ্যক্ষ পদের প্রার্থী হিসাবে মনোনীত করেছে। মঙ্গলবারই তিনি মনোনয়ন জমা দিয়েছেন। এদিকে ওই পদে পাল্টা প্রার্থী দিয়েছে বিরোধী জোট ‘ইন্ডিয়া’ও। কংগ্রেসের প্রবীণ সাংসদ কে সুরেশ বিরোধী জোটের অধ্যক্ষ পদপ্রার্থী হিসাবে মনোনয়ন জমা দিয়েছেন। যদি বিরোধী প্রার্থী মনোনয়ন প্রত্যাহার না করেন, তবে বুধবার লোকসভার অধ্যক্ষ নির্বাচনের জন্য ভোটাঙুটি হবে। যা সাম্প্রতিক অতীতে ভারতীয় সংসদে এই প্রথম। কারণ ইতিহাসের দিকে তাকালে দেখা যায় যে, এতদিন বিরোধিতা ছাড়াই লোকসভার অধ্যক্ষ নির্বাচিত করা হয়েছে।
ভারতের সহযোগিতায় তিস্তা প্রকল্প হবে, মমতাকে ইঙ্গিতে হাসিনার কূটনৈতিক বার্তা