আগামীকাল ভারতীয় সময় সকাল ৬টা ৩০ মিনিটে সোফি স্টেডিয়ামে কোপা আমেরিকার (Copa America) প্রথম ম্যাচ খেলতে নামবে ব্রাজিল। যেখানে তাদের প্রতিপক্ষ হিসেবে রয়েছে কোস্টারিকা। এই ম্যাচ জিতেই নিজেদের অভিযান শুরু করতে চায় দোরিভাল জুনিয়রের ছেলেরা। ক্যালিফোর্নিয়ায় অনুষ্ঠিত হওয়া এই ম্যাচের দিকেই এখন নজর রয়েছে সকলের।
উল্লেখ্য, এবছর ব্রাজিলিয়ান স্কোয়াডে রাখা হয়নি নেইমারকে। তার অনুপস্থিতিতেই এবার খেলতে হবে সাম্বার দেশের ফুটবলারদের। সেইমতো নিজেদের প্রস্তুতি সেরেছে ব্রাজিল ফুটবল দল। কিন্তু কাদের দেখা যেতে পারে কোস্টারিকার বিপক্ষে প্রথম একাদশে?
ব্রাজিলের জাতীয় দলের কোচের ইঙ্গিত অনুযায়ী দলের তিনকাঠি সামাল দেওয়ার দায়িত্বে থাকতে পারেন অ্যালিসান বেকার। দলের রক্ষনভাগে দেখা যেতে পারে এডের মিলিতাও থেকে শুরু করে গুইহেরমে আরানা, মারকুইনস এবং দানিলোকে। মাঝমাঠের দায়িত্বে থাকতে পারেন জোয়াও গোমেজ থেকে শুরু করে ব্রুনো গিমারায়েস। এবং আক্রমণভাগে ঝড় তোলার জন্য ভিনিসিয়স জুনিয়রের সঙ্গে দেখা যেতে পারে রদ্রিগো এবং রাফিনহার মতো ফুটবলারকে। বলতে গেলে এবার নতুন মুখের উপর ভরসা করেই এই টুর্নামেন্টে সাফল্য পেতে চাইছে ব্রাজিল দল।
উল্লেখ্য, চলতি বছরের শুরুর দিকেই ব্রাজিলের জাতীয় দলের দায়িত্ব পেয়েছেন দোরিভাল। বলতে গেলে তার তত্ত্বাবধানে হাতেগোনা কয়েকটি ফুটবল ম্যাচ খেলেছে পাঁচ বার বিশ্বকাপ জয়ী এই দেশ। তার প্রভাব আদৌ এই কোপা আমেরিকায় দেখা যায় কিনা সেদিকেই এখন নজর থাকবে ফুটবল অনুরাগীদের।