হাসি থামাতে পারছেন না ‘বাহুবলী’ খ্যাত অনুষ্কা শেটটি, জেনে নিন কারণ

এস.এস. রাজামৌলি (SS Rajamouli) পরিচালিত ‘বাহুবলী’ (Bahubali) সিনেমায় অভিনয় করে খ্যাতি দেশ জুড়ে অর্জন করেছিলেন অভিনেত্রী অনুষ্কা শেটটি (Anushka Shetty)। তবে সম্প্রতি একটি বিরল রোগে…

anushka shetty

এস.এস. রাজামৌলি (SS Rajamouli) পরিচালিত ‘বাহুবলী’ (Bahubali) সিনেমায় অভিনয় করে খ্যাতি দেশ জুড়ে অর্জন করেছিলেন অভিনেত্রী অনুষ্কা শেটটি (Anushka Shetty)। তবে সম্প্রতি একটি বিরল রোগে আক্রান্ত হয়েছেন তিনি। অভিনেত্রী জনিয়েছেন যে এই রোগের কারণে, একবার হাসতে শুরু করলে আর হাসি থামাতে পারছেন না তিনি। বন্ধ করে দিতে হচ্ছে শুটিংও ।

Advertisements

এই রোগটির নাম ‘সিনড্রম অফ লাফিং ডিজিজ ‘ (Syndrome of Laughing Disease)। এই রোগ একবার শুরু হলে হলে হাসি হোক বা কান্না সহজে থামানো মুশকিল। এই সমস্যার কথা জানিয়েছেন অভিনেত্রী। তাঁর মূল সমস্যা হল তিনি একবার হাসতে শুরু করলে অন্তত ১৫ থেকে ২০ মিনিট পর্যন্ত হাসি থামাতে পারছেন না তিনি। হাসি এমন পর্যায়ে গেছে যে হেসে মাটিতে গড়াগড়ি দিচ্ছেন তিনি । অভিনেত্রী জানিয়েছেন যে এর কারণে বন্ধ করে দিতে হচ্ছে শুটিংও। । তার কথায়, “আমি একবার হাসতে শুরু করলে আর হাসি থামাতে পারি না। টানা ১৫-২০ মিনিট হেসে যাই। অনেকের হয়তো মনে হবে হাসিটা কী আদৌ কোনও সমস্যা? হ্যাঁ, এটাই আমার সমস্যা। কখনও কোনও হাসির দৃশ্য দেখলে আমি হাসি থামাতে পারি না। এমনও হয়েছে যে শ্যুটিং ফ্লোরে হাসির কিছু ঘটেছে আর আমি হাসতে শুরু করেছি। শেষ পর্যন্ত গড়াগড়ি খেয়েছি ফ্লোরে। আমার এই সমস্যার জন্য শ্যুটিংও থামাতে হয়েছে অনেকবার। “

   

এই বিরল রোগটিকে চিকিৎসার ভাষায় ‘সিউডোবালবার এফেক্ট’ হিসেবে পরিচিত। এই রোগের কারণে সাধারণত মানুষ হাসি বা কান্নার প্রকাশ অতিরিক্ত মাত্রায় করেন। তারা একবার শুরু করলে এই জিনিস সহজে থামাতে পারেন না। এই রোগের ফলে তুচ্ছ কারণেও শুরু হতে পারে হাসি বা কান্নার বহিরপ্রকাশ যা থামে না সহজে ।

Advertisements

তবে চিকিৎসকরা জানিয়েছেন যে এই রোগের সঙ্গে মানসিক রোগের কোনও যোগ নেই। ফলে এই রোগে আক্রন্ত রোগীদের ‘মানসিক রোগী’র তকমা দেওয়া যাবে না।