কোথায় মধুচন্দ্রিমায় গেলেন কাঞ্চন-শ্রীময়ী?

কয়েক মাস আগেই বিবাহ বন্ধনে আবদ্ধ হন অভিনেতা কাঞ্চন মল্লিক (Kanchan Mullick) এবং অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজ (Srimoyee Chattoraj)। এবছর জামাইষষ্ঠীর দিনে শ্রীময়ী অভিযোগ করেন যে…

kanchan-sreemoyee

short-samachar

কয়েক মাস আগেই বিবাহ বন্ধনে আবদ্ধ হন অভিনেতা কাঞ্চন মল্লিক (Kanchan Mullick) এবং অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজ (Srimoyee Chattoraj)। এবছর জামাইষষ্ঠীর দিনে শ্রীময়ী অভিযোগ করেন যে কাঞ্চনের ব্যস্ততার কারণে মধুচন্দ্রিমা (Honeymoon) পালন করা হয়নি তাদের । ইতিমধ্যে শ্রীময়ীর সেই আশা মেটালেন কাঞ্চন। নিয়ে গেলেন বেড়াতে । তবে শ্রীময়ী জানিয়েছেন এটি প্রাক-মধুচন্দ্রিমা, মধুচন্দ্রিমা এখনও বাকি আছে তাদের।

   

শনিবার সমাজমাধ্যমে কয়েকটি ছবি পোস্ট করেছেন শ্রীময়ী (Srimoyee Chattoraj)। তার ক্যাপশনে লিখেছেন “চাঁদনী রাতে তোমার সাথে”। সমুদ্র সৈকতে চাঁদের আলোর প্রেক্ষাপটে ছবি তুলেছেন এই দম্পতি। ছবিতে শ্রীময়ীকে দেখা যাচ্ছে নীলচে ড্রেস পরে এবং কাঞ্চনকে সাদা কুর্তা এবং জিন্সে। সমুদ্র সৈকতে চাঁদের আলো থেকে শুরু করে সূর্যোদয় উপভোগ করেন তারা।

অভিনেত্রী জানিয়েছেন যে সৃজিত মুখোপাধ্যায় (Srijit Mukherji) পরিচালিত থ্রিলার ছবি ‘সত্যি বলে সত্যি কিছু নেই’ (Sottyi Bole Sottyi Kichu Nei) ছবির শুটিংয়ের কথা ছিল তাজপুর সমুদ্র সৈকতে। সেই উপলক্ষে শ্রীময়ী, নিজের পরিবার এবং ঘনিষ্ঠ বন্ধুদের নিয়ে সেখানে বেড়াতে চলে আসেন কাঞ্চন। শুটিংয়ের ফাঁকে জন্যেও সময় বার করে নিচ্ছেন তিনি । রবিবার সকালে ছবির শুটিং শুরু হওয়ার কথা ছিল। তারই আগে সপরিবারে খাওয়া দাওয়া সারেন কাঞ্চন। মেনুতে ছিল অনেক রকমের সামুদ্রিক খাবার যেমন পমফ্রেট, কাঁকড়া ইত্যাদি। ইতিমধ্যে, তাজপুরে পৌঁছেছে ছবির গোটা ইউনিটও। সোমবার কলকাতার উদেশ্যে রওনা হচ্ছেন শ্রীময়ী। মঙ্গলবার থেকে তিনি শুরু করবেন ধারাবাহিক ‘আকাশ কুসুম’-এর শুটিং।

তাদের মধুচন্দ্রিমা এখনও বাকি রয়েছে বলে জানিয়েছেন শ্রীময়ী। তাজপুরকে ‘প্রাক্‌-মধুচন্দ্রিমা’ হিসেবে ধরছেন তিনি। তার পছন্দ পাহাড়ী পরিবেশ ওয়ালা এলাকা। খোঁজ চলছে মনোরম পরিবেশের। কয়েকটি জায়গায় ‘রেকি’ ও নাকি সেরে ফেলেছেন তারা। মনের মতো জায়গা খুঁজে পেলেই মধুচন্দ্রিমা সরে ফেলবেন বলে জানিয়েছেন শ্রীময়ী।