‘জিন্দেগি না মিলেগি দোবারা’-র সিকোয়েল বানাবেন ফারহান? উত্তর দিলেন পরিচালক

শুক্রবার ২১ জুন (21st June) তাঁর বিংশ তম বার্ষিকীতে পুনরায় মুক্তি পেয়েছে ফারহান আখতার (Farhan Akhtar) পরিচালিত এবং হৃত্বিক রোশান অভিনীত চলচ্চিত্র ‘লক্ষ্য’ (Lakshya) ।…

শুক্রবার ২১ জুন (21st June) তাঁর বিংশ তম বার্ষিকীতে পুনরায় মুক্তি পেয়েছে ফারহান আখতার (Farhan Akhtar) পরিচালিত এবং হৃত্বিক রোশান অভিনীত চলচ্চিত্র ‘লক্ষ্য’ (Lakshya) । সেই চলচ্চিত্রে কাজ করা কালীন গড়ে ওঠে পরিচালক ফারহান আখতার (Farhan Akhtar) এবং অভিনেতা হৃত্বিক রোশানের (Hrithik Roshan) মধ্যে বন্ধুত্ব। সেই বন্ধুত্ব থেকে জন্ম নেয় কালজয়ী রোডট্রিপ ছবি ‘জিন্দেগী না মিলেগি দোবারা (Zindagi Na Milegi Dobara) । পরিচালক জানিয়েছেন এবার তারই সিকোয়েল আনতে চলেছেন তিনি।

‘জিন্দেগী না মিলেগি দোবারা’র (Zindagi Na Milegi Dobara) গল্প চার বন্ধুকে কেন্দ্র করে আবর্তিত হয় যারা মিলিত হয়ে তিন বন্ধু এক মাসের রোডট্রিপে বেরিয়ে পড়ে। ছবিটি পরিচালনা করেছিলেন জোয়া আখতার (Zoya Akhtar)। এই ছবিতে অভিনয় করেছিলেন হৃত্বিক রোশান (Hrithik Roshan), ফারহান আখতার (Farhan Akhtar) এবং অভয় দেওল (Abhay Deol)। ব্যাপক সাফল্য পাই ছবিটি।

   

দুবছর আগে একই ফর্মুলায় ‘জি লে জারা’ (Jee Le Zara) বানাতে চেয়েছিলেন ফারহান আখতার। তবে এবারে বেড়িয়ে পড়তেন তিন মহিলা। ছবির ঘোষণাও করে ফেলেন তিনি। মুখ্য ভূমিকায় থাকার কথা ছিল প্রিয়াঙ্কা চোপড়া (Priyanka Chopra), ক্যাটরিনা কাইফ (Katrina Kaif) এবং আলিয়া ভাট (Alia Bhatt) এর।

জটিল রোগে আক্রান্ত অলকা ইয়াগনিক! নিজেই জানালেন রোগের কথা

প্রাথমিক কথা বার্তায় রাজি হলেও, পরে চলচ্চিত্র থেকে সরে দাঁড়ান প্রিয়াঙ্কা চোপড়া। ব্যস্ত সিডিউলের সমস্যার কথা জানান আলিয়াও। বন্ধ হয়ে যায় ছবির কাজ। এর পর রণবীর সিংকে (Ranveer Singh) নিয়ে ‘ডন ৩’ এর ঘোষণা করেন ফারহান। তবে ঘোষণা টিজারে শাহরুখের পরিবর্তে রণবীরকে দেখা হতাশা প্রকাশ করেন দর্শকরা । থমকে যায় এই ছবির কাজও।

এরপরেই ফারহান সিদ্ধান্ত নেন যে ‘জিন্দেগী না মিলেগি দোবারা’ এর সিকোয়েল বানাবেন তিনি। ইতিমধ্যেই খোঁজা হচ্ছে উপযুক্ত গল্প। তবে তিনি জানিয়েছেন আগের ৩ জনের পরিবর্তে অন্য অভিনেতাদের নিয়েই নির্মাণ করা হবে এই ছবি। এই চলচ্চিত্রের ঘোষণার অপেক্ষায় সিনেপ্রেমীরা।

অনুরাগীদের কাছে বড় প্রশ্ন অঙ্কুশের, দিলেন উত্তরের অপশনও!