কেবল খারকিভ অঞ্চলের কাছের রুশ ভূখণ্ডে নয়, ইউক্রেইনের সীমান্তবর্তী রুশ ভূখণ্ডের যে কোনও জায়গায় মার্কিন সরবরাহকৃত অস্ত্র দিয়ে হামলা চালাতে পারবে কিইভ। মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগন স্পষ্টভাবে একথা জানিয়ে দিয়েছে।
গত মাসেই প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেইনকে রাশিয়ার অভ্যন্তরে সামরিক নিশানায় মার্কিন অস্ত্র ব্যবহারের অনুমতি দিয়েছিলেন। তবে তখন বলা হয়েছিল যে, প্রেসিডেন্ট বাইডেনের সিদ্ধান্ত কেবল ইউক্রেইনের খারকিভ অঞ্চলের সীমান্তবর্তী রাশিয়ার মাটিতে হামলার ক্ষেত্রে প্রযোজ্য হবে।
কিন্তু, বৃহস্পতিবার পেন্টাগনের মুখপাত্র তথা এয়ার ফোর্সের মেজর জেনারেল প্যাট্রিক রাইডার সাংবাদিকদের বলেছেন, নীতিতে কোনও পরিবর্তন হয়নি। তবে ইউক্রেইনের জন্য মার্কিন অস্ত্রের ব্যবহার কেবল খারকিভের কাছের রুশ ভূখণ্ডের মধ্যে সীমাবদ্ধ নয় বলে নিশ্চিত করেছেন তিনি।
প্যাট্রিক বলেছেন, ‘এই নীতির মূল বিষয় হল, রাশিয়া গুলি চালালে ইউক্রেইনেরও পাল্টা গুলি চালানোর ক্ষমতা রয়েছে। রুশ বাহিনী সীমান্ত পেরিয়ে গুলি চালাচ্ছে। সেক্ষেত্রে ইউক্রেইনেও মার্কিন অস্ত্র ব্যবহার করে রুশ বাহিনীর ওপর পাল্টা হামলা চালাতে পারবে।’ তাঁর যুক্তি, ‘এটি আত্মরক্ষা। তাই ইউক্রেইনের পক্ষ থেকে এমন হামলা চালানো যৌক্তিক।’