J&K: জোড়া এনকাউন্টারে নিকেশ জঙ্গি

একদিনেই দুটি এনকাউন্টারের সাক্ষী থাকল শ্রীনগরের শালিমার। সোমবার শালিমারের গাসু এলাকায় দ্বিতীয় এনকাউন্টারে এক অজ্ঞাত জঙ্গি নিহত হওয়ার খবর মিলেছে। এক সিনিয়র পুলিশ আধিকারিক সূত্রে…

J&K: Nikesh Jangi in a pair of encountersJ&K: Nikesh Jangi in a pair of encounters

একদিনেই দুটি এনকাউন্টারের সাক্ষী থাকল শ্রীনগরের শালিমার। সোমবার শালিমারের গাসু এলাকায় দ্বিতীয় এনকাউন্টারে এক অজ্ঞাত জঙ্গি নিহত হওয়ার খবর মিলেছে। এক সিনিয়র পুলিশ আধিকারিক সূত্রে খবর, শালিমারে পুলিশ এবং সিআরপিএফের একটি দল যৌথ প্রচেষ্টায় এক জঙ্গিকে হত্যা করেছে। তবে নিহত জঙ্গির আসল পরিচয় এখনো অজানা।

Advertisements

এর আগে একই ঘটনাস্থলে হাজানের শীর্ষ এলইটি কমান্ডার সেলিম প্যারায় নিহত হন। আইজিপি কাশ্মীর বিজয় কুমার সেই হত্যাকাণ্ডকে পুলিশ ও নিরাপত্তা বাহিনীর জন্য বড় সাফল্য বলে চিহ্নিত করেছেন। উল্লেখ্য, আজ থেকে প্রায় ৬ বছর আগে ২০১৬ সালে নিহত সেলিম প্যারায় ১২ জন বেসামরিক নাগরিককে হত্যার জন্য দায়ী ছিল।।

Advertisements