আফগারি দুর্নীতি মামলায় (Arvind Kejriwal) জামিন পেলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal)। আজ, বৃহস্পতিবার সন্ধ্যায় দিল্লির একটি আদালত এই নির্দেশ দিয়েছে। এর আগে গতকালই দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত নির্দেশ দিয়েছিল, আগামী ৩ জুলাই পর্যন্ত তিহার জেলেই থাকতে হবে দিল্লির মুখ্যমন্ত্রীকে।
এদিন কেজরিওয়ালের আইনজীবী আদালতে যুক্তি দেন, এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) কাছে কেজরিওয়ালের বিরুদ্ধে কোনও প্রমাণ নেই। আম আদমি পার্টির (আপ) প্রধান আগামী কাল, শুক্রবার জেল থেকে ছাড়া পেতে পারেন। কারণ জামিনের আদেশ প্রথমে জেলে পৌঁছবে। তারপরই পরবর্তী প্রক্রিয়া শুরু হবে।
বিশেষ আদালতের বিচারক নিয়ায় বিন্দু বলেন, অভিযুক্তকে ১ লক্ষ টাকার বিনিময়ে জামিন দেওয়া হয়েছে। দিল্লি আফগারি দুর্নীতি মামলায় ২১ মার্চ অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। তদন্তকারী সংস্থার মতে, দিল্লির মুখ্যমন্ত্রী অধুনা বাতিল আফগারি নীতির খসড়া তৈরি করতে এবং মদের লাইসেন্সের বিনিময়ে ঘুষ বা ঘুষ চাওয়ার ক্ষেত্রে মূল ভূমিকা পালন করেছিলেন।
‘সমস্ত মামলার…’, নিট দুর্নীতি নিয়ে বিরাট নির্দেশ দিল সুপ্রিম কোর্ট
তদন্তকারী সংস্থার দাবি, ঘুষ হিসেবে নেওয়া ১০০ কোটি টাকা গোয়া ও পঞ্জাবের নির্বাচনী প্রচারে ব্যবহার করেছিল আম আদমি পার্টি। আম আদমি পার্টি এবং কেজরিওয়াল এই গ্রেফতার ও মামলাকে ‘রাজনৈতিক প্রতিহিংসা’ বলে অভিহিত করেছে। এই গ্রেফতারি ঘিরে বিজেপি এবং কংগ্রেস-আপ নেতৃত্বাধীন বিরোধীদের জোট ইন্ডিয়ার মধ্যে সংঘাত শুরু হয়।
জেলে থাকাকালীনই বার বার জামিনের আবেদন জানাতে থাকেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। ১০ মে নির্বাচনী প্রচার চালানোর জন্য কেজরিওয়ালকে অন্তর্বর্তী জামিন দেওয়া হয়। আদালতের নির্দেশে ২ জুন আত্মসমর্পণ করেন আপ সুপ্রিমো।
আত্মসমর্পণের আগে কেজরিওয়াল বলেন, আমি আপনাদের মধ্যে না থাকলেও চিন্তা করবেন না। সমস্ত কাজ চালু থাকবে। আমি আপনাদের মধ্যে শারীরিকভাবে উপস্থিত নাও থাকতে পারি, তবে আপনারা কোনও পরিষেবা থেকে বঞ্চিত হবেন না। কোনও কাজ বন্ধ হবে না। আমার মা-বাবার বয়স হয়েছে…যদি আপনারা প্রতিদিন আমার মায়ের জন্য প্রার্থনা করেন, তিনি নিশ্চিতভাবেই সুস্থ থাকবেন।
রাজ্য সরকারি কর্মীদের জন্য সুখবর! বেতনের আগেই স্যালারি অ্যাকাউন্টে ঢুকছে বাড়তি টাকা