আগের সিজনে আইলিগ জয় করার সুবাদে এবার দেশের প্রথম ডিভিশন লিগ তথা আইএসএলে অংশ নেবে মহামেডান স্পোর্টিং ক্লাব (Mohammedan SC)। তাই অনেক আগে থেকেই দল গঠনের কাজে হাত দিয়েছিল সাদা-কালো শিবির। এই মুহূর্তে দাঁড়িয়ে যাদের অধিকাংশের সঙ্গেই চুক্তি সম্পন্ন করেছে রেড রোডের এই ক্লাব
। আগামী কয়েকদিনের মধ্যেই একে একে নতুন ফুটবলারদের নাম ঘোষণা করবে ব্ল্যাক প্যান্থার্স। অন্যদিকে, গত বেশকিছু সপ্তাহে পু্রনো বেশকিছু ফুটবলারদের বিদায় জানায় দল। যাদের মধ্যে ছিল বিদেশ্বর সিং থেকে শুরু করে আভাস থাপা সহ করনদ্বীপ সিং ও কোজলভের মতো ফুটবলার থেকেছে এই তালিকায়।
তার বদলে এবার দলে এসেছে সজল বাগ সহ আরো একাধিক ফুটবলার। মূলত কলকাতা ফুটবল লিগের জন্য তাকে দলে নেওয়া হলেও, পারফরম্যান্সের ভিত্তিতে সিনিয়র দলে প্রমোট করা হতে পারে তাকে। পাশাপাশি আফ্রিকান ফরোয়ার্ডের দিকে ও নজর রয়েছে তাদের। এসবের মাঝেই কাশ্মীরের এক তরুণ লেফট ব্যাককে চূড়ান্ত করে ফেলেছে মহামেডান স্পোর্টিং ক্লাব। তিনি সাজাদ হোসেন প্যারে।
গত সিজনে সিংতোর হায়দরাবাদ এফসির জার্সিতে খেলতে দেখা গিয়েছিল এই তরুণ ডিফেন্ডারকে। দশটিরও বেশি ম্যাচ খেলে একটি গোল করার ও রেকর্ড রয়েছে তার ঝুলিতে।
হিসেব অনুযায়ী আগামী ২০২৬ পর্যন্ত এই ফুটবলারের সঙ্গে চুক্তি থাকলেও তাকে এবার বাড়তি ট্রান্সফার ফি দিয়ে দলের টানছে সাদা-কালো শিবির। তার উপস্থিতি নিঃসন্দেহে প্রভাব ফেলবে দলের ক্ষেত্রে।