বড় খবর! বাংলার আরও ৫০ হাজার মানুষকে মাসিক ১০০০ টাকা করে ভাতা

লোকসভা ভোটের প্রচারেই আশ্বাস দিয়েছিলেন (Mamata Banerjee)। ভোট মিটতেই রাজ্যের আরও ৫০ হাজার মানুষের মুখে হাসি ফোটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্ন সূত্রে খবর, আরও ৫০…

Mamata Banerjee on Hindu atrocities in Bangaldesh

লোকসভা ভোটের প্রচারেই আশ্বাস দিয়েছিলেন (Mamata Banerjee)। ভোট মিটতেই রাজ্যের আরও ৫০ হাজার মানুষের মুখে হাসি ফোটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্ন সূত্রে খবর, আরও ৫০ হাজার মানুষকে বার্ধক্য ভাতা প্রকল্পের আওতায় আনা হচ্ছে। খুব তাড়াতাড়ি প্রতি মাসে ১০০০ টাকা করে ভাতা পাবেন তাঁরা।

রাজ্য সরকারের দাবি, কেন্দ্রের কাছে বাংলার বকেয়া পড়ে রয়েছে প্রায় দেড় লক্ষ কোটি টাকা। তা সত্ত্বেও বাংলার মানুষের কথা ভেবে বিভিন্ন জনমুখী প্রকল্পগুলি চালু রেখেছে পশ্চিমবঙ্গ সরকার। লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে বার্ধক্য ভাতা, স্বাস্থ্যসাথীর মতো প্রকল্পগুলি সফল ভাবে পরিচালনা করছে রাজ্য সরকার।

   

মূলত পঞ্চায়েত দফতরের মাধ্যমেই রাজ্যজুড়ে বার্ধক্য ভাতা বণ্টন করা হয়। প্রতি মাসের শুরু্তে যোগ্যদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দেওয়া হয়। বর্তমানে ২০ লক্ষেরও বেশি মানুষ বার্ধক্য ভাতা পান। এই ৫০ হাজার উপভোক্তা যুক্ত হলে সেই সংখ্যাটা একধাক্কায় অনেকটাই বেড়ে যাবে বলে মনে করা হচ্ছে।

রুদ্ধদ্বারে ক্রুদ্ধ দিলীপ! শুভেন্দুহীন বিজেপির বৈঠকে কি হল?

নবান্ন সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই নির্দিষ্ট পোর্টালে নতুন উপভোক্তাদের নাম তোলার কাজ চলছে। সেই কাজ এখন প্রায় শেষ পর্যায়ে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং এই কাজ দ্রুত শেষ করার নির্দেশ দিয়েছে। কাজ শেষ হলেই প্রতি মাসের শুরুতে উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা চলে যাবে।

এক্ষেত্রে বলে রাখা ভালো, পঞ্চায়েত দফতর ছাড়াও রাজ্য সরকারের সমাজকল্যাণ দফতর, কৃষি দফতর, অনগ্রসর শ্রেণি উন্নয়ন দফতরের মাধ্যমেও কয়েক লক্ষ মানুষের কাছে বার্ধক্য ভাতার পৌঁছে দেওয়া হয়। ২০২১ সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ভাতার পরিমাণ বৃদ্ধি করে ১০০০ টাকা করেন।

অপেক্ষার অবসান! ঝেঁপে বৃষ্টি আসছে দক্ষিণবঙ্গের এই সমস্ত জেলায়