দিন কয়েক আগে থেকেই কলকাতা লিগের জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছে মোহনবাগান (Mohun Bagan) সুপারজায়ান্টস। বাস্তব রায়ের বদলে ডেগি কার্ডোজোর তত্ত্বাবধানে অনুশীলন শুরু করেছে ছোটরা। পাশাপাশি অভ্র মন্ডলের হাতে রয়েছে দলের দায়িত্ব। আগামী কয়েক সপ্তাহ অনুশীলনের পাশাপাশি বেশ কিছু প্রস্তুতি ম্যাচ খেলবে দল তারপরেই কলকাতা লিগের পাশাপাশি ডুরান্ড কাপের জন্য নিজেদের শক্তিশালী স্কোয়াড ঘোষণা করবে দল।
অন্যদিকে খুব একটা পিছিয়ে নেই ইস্টবেঙ্গল। এক্ষেত্রে বিনো জর্জের তত্ত্বাবধানে যথেষ্ট সক্রিয়তা দেখিয়েছে এই পড়শী ক্লাব। গতবারের হতাশা ভুলে এবার সাফল্য পাওয়ার লড়াই তাদের। একইভাবে খেতাব ধরে রাখার লক্ষ্য থাকবে মহামেডান স্পোর্টিং ক্লাবের।
বলতে গেলে প্রিমিয়ার ডিভিশন লিগের জন্য শক্তিশালী দল গঠনের কাজ শুরু করে দিয়েছে প্রত্যেকেই। এ বছর টুর্নামেন্টের নিয়মে কিছুটা বদল আসার জন্য ভূমি পুত্রদের দিকে বাড়তি নজর থাকবে সকলের। এসবের মাঝেই প্রকাশিত হয়েছে এবারের কলকাতা ফুটবল লিগের গ্রুপ সমূহ। যেখানে একই সাথে রাখা হয়েছে ময়দানের অন্যতম দুই প্রধান ইমামি ইস্টবেঙ্গল এবং মোহনবাগান সুপারজায়ান্টস দলকে।
অন্যদিকে, গ্রুপ ‘এ’তে স্থান পেয়েছে মহামেডান স্পোর্টিং ক্লাব। সেই সাথে তাদের সঙ্গে রয়েছে শক্তিশালী ডায়মন্ড হারবার এফসি, খিদিরপুর স্পোর্টিং ক্লাব, বিএসএস, কালীঘাট মিলন সংঘ, এরিয়ান, আর্মি রেড, সুরুচি সংঘ, সার্দান সমিতি, ইউনাইটেড স্পোর্টস, উয়ারি অ্যাথলেটিক,পাঠচক্র ,মেসার্স ক্লাব।
দ্বিতীয় বিভাগ অর্থাৎ গ্ৰুপ ‘বি’ তে স্থান পেয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী দুই ক্লাব তথা মোহনবাগান সুপারজায়ান্টস এবং ইমামি ইস্টবেঙ্গল। পাশাপাশি রয়েছে ভবানীপুর ক্লাব, ইস্টার্ন রেলওয়ে, কালীঘাট এস এল, জর্জ টেলিগ্ৰাফ, রেনবো, ক্যালকাটা কাস্টমস, পিয়ারলেস, টালিগঞ্জ অগ্রগামী, পুলিশ এফসি, কলকাতা পুলিশ এবং রেলওয়ে এফসি। মোট ২৬ টি দলকে ভাগ করা হয়েছে দুইটি বিভাগে। আগামী কয়েকদিনের মধ্যেই প্রকাশ করা হবে ম্যাচের সময়সূচী।