কথাতেই রয়েছে ক্লাস ইজ পার্মানেন্ট। হেক্টর ইয়ুস্তের (Hector Yuste) ক্ষেত্রে এই প্রবাদ মাইল যায় অক্ষরে অক্ষরে। ৩৬ বছর বয়সেও মোহনবাগান সুপার জায়ান্টের (Mohun Bagan) রক্ষণভাগে নিজের দায়িত্ব পালন করেছিলেন দক্ষতার সঙ্গে। যার ফলে তাঁর নাম এখন প্রথম পাঁচের তালিকায়।
কোন তালিকায় রয়েছে হেক্টর ইয়ুস্তের নাম? সম্প্রতি ইন্ডিয়ান সুপার লিগের অফিসিয়াল ওয়েব সাইট থেকে একটি তালিকা প্রকাশ করা হয়েছে। ২০২৩-২৪ মরসুমে কোন কোন ফুটবলার সবথেকে বেশি ইন্টারসেপশন করেছেন তার তালিকা প্রকাশ করা হয়েছে। লিস্টে পাঁচজনের নাম রয়েছে। হেক্টর ইয়ুস্তে তাঁদের মধ্যে একজন।
CFL: কালীঘাট এমএস-এর হয়ে খেলবেন কাঁচরাপাড়ার সঞ্জয়
মোহনবাগান সুপার জায়ান্ট সেন্টার-ব্যাক হেক্টর ইয়ুস্তে ইন্টারসেপশন করার ক্ষেত্রে নিজের দক্ষতা ও অভিজ্ঞতার পরিচয় দিয়েছেন। ২৪ টি ম্যাচে ৩৪ টি ইন্টারসেপশন করেছেন সফলভাবে। এছাড়াও তাঁর গেম রাইডিং ক্ষমতা এবং নিখুঁত টাইমিং মোহনবাগান স্পর্ জায়ান্টের সাফল্যের অন্যতম কারণ। ২০২৩-২৪ মরসুমে সবুজ মেরুন তাঁবুতে এসেছে ডুরান্ড কাপ ও লিগ শিল্ড।
ছত্রিশ বছর বয়সী এই স্প্যানিশ ফুটবলার দলের প্রতিরক্ষার দিক দিয়ে গুরুত্বপূর্ণ অংশ ছিলেন। হেক্টর সবুজ মেরুন ব্রিগেডের ব্যাকলাইনকে আরও শক্তিশালী করে তুলেছিলেন এবং তাদের লিগ শিল্ডের সাফল্যে রেখেছিলেন গুরুত্বপূর্ণ অবদান। হেক্টর মরসুমের মাঝামাঝি সময়ে মোহনবাগান সুপার জায়ান্টের সঙ্গে যোগ দিয়েছিলেন। জল্পনা এড়িয়ে তাঁকে সই করিয়েছিল টিম ম্যানেজমেন্ট।
CFL-এ নিজেকে প্রমাণ করাই লক্ষ্য সুমিত টুডুর
এই বয়সে এসে বহু ফুটবলার অবসর নেওয়ার কথা ভাবেন। হেক্টরের বয়স দেখেও মোহনবাগান সমর্থকদের কেউ কেউ ভ্রু কুঁচকেছিলেন। সমালোচকদের চুপ করিয়েছেন হেক্টর ইয়ুস্তে। ২০২৩-২৪ মরসুমে ইন্টারসেপশনের দিক থেকে পঞ্চম স্থানে রয়েছেন তিনি। প্রথম স্থানে রয়েছে পাঞ্জাব এফসির নিখিল প্রভু (২০ ম্যাচে ৪২ ইন্টারসেপশন)।