নদীয়ার একটি প্রাইমারি স্কুলে বসল এসি! সরকারের টাকায় নয়, উপরন্তু সেই প্রাইমারি স্কুলের শিক্ষকরা যৌথ উদ্যোগ নিয়ে একটি ক্লাসরুমে এসি বসানোর ব্যবস্থা করল। এই গরমে যাতে স্কুল পড়ুয়ারা আরও ভালভাবে স্কুলে পঠন পাঠনের সুযোগ পায়, সেই কথা ভেবেই শিক্ষকরা এই উদ্যোগ নিয়েছে বলে জানা গিয়েছে।
রানাঘাটের হবিবপুরের দোহারপাড় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকেরা নিজেদের টাকা দিয়েই ক্লাসরুমের জন্য কিনেছেন একটি এসি। স্কুলে গরমের ছুটি পড়ার আগেই ক্লাসরুমে বসানো হয় ২ টনের এসি-টি। স্কুল খুলতেই এখন খুশির হাওয়া পড়ুয়াদের মধ্যে। হাওয়া পেয়ে ক্লাসে পড়ুয়াদের উপস্থিতিও বেড়েছে অনেক, দাবি স্কুল কর্তৃপক্ষের।
আরও জানা গিয়েছে যে, স্কুল সূত্রে জানা গিয়েছে, দোহারপাড় প্রাথমিক বিদ্যালয়ে এই মুহূর্তে ছাত্র-ছাত্রী সংখ্যা ৫২ জন। তাদের মধ্যে ২৭ জন ছাত্রী ও ২৫ জন ছাত্র। শিক্ষক ও শিক্ষাকর্মী মিলিয়ে স্কুলে রয়েছে মোট ৫ জন। শ্রেণিকক্ষের সংখ্যা ২। স্কুলের প্রধান শিক্ষক দীপঙ্কর সরকারের জানালেন, আপাতত একটি ক্লাসরুমে এসির ব্যবস্থা করা হলেও আগামীতে অন্যটিতেও বসানো হবে শীতাতপ নিয়ন্ত্রক যন্ত্র। শুধু তাই নয়, পড়ুয়াদের জন্য স্কুলে স্মার্ট টিভি, ওয়াটার পিউরিফায়ারের ব্যবস্থা করার কথাও ভাবছেন এই স্কুলের শিক্ষক শিক্ষিকারা।