সকাল ১১টায় নতুন মুখ্যমন্ত্রীর শপথগ্রহণ, অপেক্ষায় রাজ্য

আর মাত্র কিছুক্ষণ, তারপরেই রাজ্য পেতে চলেছে নতুন মুখ্যমন্ত্রী। হ্যাঁ ঠিকই শুনেছেন। আসলে আজ বৃহস্পতিবার অরুণাচল প্রদেশ (Arunachal Pradesh) পেতে চলেছে নতুন মুখ্যমন্ত্রী। অরুণাচল প্রদেশের…

CM সকাল ১১টায় নতুন মুখ্যমন্ত্রীর শপথগ্রহণ, অপেক্ষায় রাজ্য

আর মাত্র কিছুক্ষণ, তারপরেই রাজ্য পেতে চলেছে নতুন মুখ্যমন্ত্রী। হ্যাঁ ঠিকই শুনেছেন। আসলে আজ বৃহস্পতিবার অরুণাচল প্রদেশ (Arunachal Pradesh) পেতে চলেছে নতুন মুখ্যমন্ত্রী। অরুণাচল প্রদেশের মনোনীত মুখ্যমন্ত্রী পেমা খান্ডু (Pema Khandu) ও মন্ত্রী পরিষদের শপথগ্রহণ অনুষ্ঠানের প্রস্তুতি চলছে।

আজকের শপথগ্রহণ প্রসঙ্গে অসমের মন্ত্রী অশোক সিঙ্ঘল বলেন, “রাজ্যের মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ বিরাজ করছে। পেমা খান্ডুর নেতৃত্বে অরুণাচল প্রদেশে ফের ক্ষমতায় আসছে বিজেপি। সকাল ১১টায় মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন তিনি। শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ, কেন্দ্রীয় মন্ত্রী তথা দলের সভাপতি জেপি নাড্ডা, অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা এবং বিজেপির অন্যান্য নেতারা।”

   

উল্লেখ্য, অরুণাচল প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী পেমা খান্ডু ইটানগরে বিজেপি পরিষদীয় দলের নেতা হিসাবে পুনর্নির্বাচিত হয়েছেন। আরও এক মেয়াদে রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন তিনি। আজ ইটানগরের রাজভবনের দরবার হলে শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। বিজেপি সভাপতি তথা কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং দলের জাতীয় সাধারণ সম্পাদক (সংগঠন) বিএল সন্তোষের উপস্থিতিতে সকাল ১১টায় মন্ত্রিসভা নিয়ে শপথ নেবেন অরুণাচল প্রদেশের নতুন মুখ্যমন্ত্রী।

অরুণাচলের প্রাক্তন মুখ্যমন্ত্রী পেমা খান্ডু সেই ১০ জন প্রার্থীর মধ্যে একজন ছিলেন যারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় তাদের আসনে জিতেছিলেন। এই বিশাল জয়ের ফলে খান্ডু টানা তৃতীয়বারের জন্য রাজ্যের দায়িত্ব নিতে চলেছেন। অরুণাচলের প্রাক্তন মুখ্যমন্ত্রী দোরজি খান্ডুর ছেলে পেমা খান্ডু। ২০১৬ সালে মুখ্যমন্ত্রী নির্বাচিত হওয়ার পর উত্তর-পূর্বাঞ্চলে বড় নেতা হিসেবে উঠে এসেছেন তিনি।