নতুন বছরে টান পড়তে পারে পকেটে। খুব শীঘ্রই নিত্যপ্রয়োজনীয় যাবতীয় জিনিসের দাম একধাক্কায় অনেকটাই বাড়তে পারে। এই তালিকায় রয়েছে গাড়ি ও গাড়ি ভাড়াও।
কাঁচামালের খরচ বেড়ে গেছে কিন্তু মুনাফা কমে গেছে। ফলে বেশ লোকসান হচ্ছে। শিল্প বাঁচাতে বছরের শুরুতেই কাঁচামালের দাম বাড়ানো হতে পারে। গতবছরেও শিল্পে মুনাফা রাখতে এবং পরিবহণ ও সরবরাহ খরচের সমস্যা মেটাতে দফায় দফায় দাম বাড়ানো হয়েছিল।
বৈদ্যুতিক পণ্যের দাম বাড়তে পারে এবছর। ইস্পাত, অ্যালুমিনিয়াম, তামার মত পণ্যের দাম বেড়ে যাওয়ার কারণে কাঁচামালের দাম ২০ শতাংশ বেড়েছে।
গত শুক্রবার বৈঠকে পোশাকে জিএসটি বাড়ানোর সিদ্ধান্ত আপাতত স্থগিত রাখা হয়েছে। যদিও পোশাক ডাই ও প্রিন্ট করার কাজে ইতিমধ্যেই ১২-১৮ শতাংশ জিএসটি বসানো হয়েছে।
একটি কথা পরিষ্কার, কেন্দ্রের জিএসটি বাড়ানোর সিদ্ধান্তর জন্য বছর ঘুরতেই পোশাক, জুতা, ওলা-উবেরের খরচ, এটিমের ফি পাল্লা দিয়ে বাড়বে।