সপ্তাহের শুরু দিনই সকাল সকাল বিধানসভায় ইস্তফার বন্য। লোকসভায় নির্বাচিত হওয়ায় বিধায়ক পদ ছাড়লেন তৃণমূলের তিন জন জয়ী প্রার্থী। সোমবার বিধানসভা এসে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের কাছে পদত্যাগ পত্র দিলেন জগদীশ বসুনিয়া, জুন মালিয়া ও পার্থ ভৌমিক।
সোমবার সকালে বিধানসভায় চলে আসেন কোচবিহার লোকসভা আসনে জয়ী তৃণমূলের সদস্য জগদীশ বসুনিয়া। ২০২১ সালের নির্বাচনে কোচবিহারের সিতাই বিধানসভা কেন্দ্র থেকে বিধায়ক হয়েছিলেন তিনি। এবারের লোকসভা নির্বাচনে বিজেপির প্রার্থী নিশীথ প্রামাণিকের বিরুদ্ধে তাঁকে টিকিট দিয়েছিল জোড়-ফুল শিবির। শেষপর্যন্ত মোদীর মন্ত্রীকে হারিয়ে দিল্লি যাওয়া নিশ্চিত করেছেন জগদীশ। ফলে ছাড়লেন বিধায়ক পদ।
হাফ ছেড়ে বাঁচার তাগিদ! রেকর্ড গড়ে মন্ত্রিত্ব পেয়েও ছাড়ার আর্জি মোদীর প্রিয়পাত্রের
রাজ্যের সেচমন্ত্রী তথা নৈহাটির বিধায়ক পার্থ ভৌমিককে এবার ব্যারাকপুর লোকসভায় প্রার্থী করেছিল তৃণমূল। বিজেপি প্রার্থী অর্জুন সিংকে বড় ব্যবধানে হারিয়ে জিতেছেন তিনি। পার্থ নিজের বিধানসভার পদ ছেড়ে দিলেন।
মেদিনীপুরের বিধায়ক অভিনেত্রী জুন মালিয়াকে মেদিনীপুর লোকসভায় প্রার্থী করা হয়েছিল। তিনি বিজেপির অগ্নিমিত্রা পালকে পরাজিত করে সংসদে যাওয়ার ছাড়পত্র পেয়েছেন। তাই পদত্যাগপত্র জমা দিয়েছেন জুন।
গত শুক্রবারই তালড্যাংরার বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়েছেন বাঁকুড়া থেকে সদ্যজয়ী তৃণমূল সাংসদ অরূপ চক্রবর্তী।
মানিকতলা উপনির্বাচনে কে হচ্ছেন তৃণমূল প্রার্থী? একাধিক নাম নিয়ে শুরু জল্পনা
এছাড়া বিজেপি পরিষদের মুখ্য সচেতক মনোজ টিগ্গা মাদারিহাট কেন্দ্রের বিধায়ক। তিনি এবার আলিপুরদুয়ার লোকসভা থেকে সাংসদ হয়েছেন। তাঁকেও বিধায়ক পদ ছাড়তে হবে। হাড়োয়ার বিধায়ক হাজি নুরুল ইসলাম বসিরহাট থেকে আবারও সংসদ সদস্য হয়েছেন। এনাদেরও বিধায়ক পদ থেকে ইস্তফা দিতে হবে।
আগামী মঙ্গলবার থেকে শুরু সংসদের অধিবেশন। ১৮-১৯ জুন দেশের বিভিন্ন প্রান্ত থেকে থেকে নির্বাচিত ৫৪৩ জন সাংসদ পদে শপথগ্রহণ করবেন। তার পর ২০ জুন প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীকে আস্থা ভোটের সম্মুখীন হতে হবে। আগামী সপ্তাহেই তৃণমূলের ২৯ জন সাংসদের শপথ নেওয়ার কথা।