টলিউডে প্রথম ডেস্টিনেশন ওয়েডিং এর প্রথা চালু করেছিলেন নুসরত জাহান (Nusrat Jahan)। তুরস্ক থেকে ফিরে তারকাবন্ধুদের জন্য একটা রিসেপশনের পার্টি ও দিয়েছিলেন। টলিউড সূত্রে গুঞ্জন এইবার সেই তালিকায় নাম লেখাতে চলেছেন বনি সেনগুপ্ত (Bonny Sengupta)-কৌশানি মুখোপাধ্যায় (Koushani Mukherjee)।
সংবাদমাধ্যম সূত্রে খবর, খুব শীঘ্রই বিদেশে ‘ডেস্টিনেশন ওয়েডিং’ করতে চলেছেন তারা । বৃহস্পতিবার সকালে কলকাতা বিমানবন্দরে দেখা যায় এই তারকা জুটিকে। বলা হচ্ছে গোয়াতে বিয়ের প্রস্তুতি খতিয়ে দেখতেই গিয়েছেন তারা।বনি এবং কৌশানীকে সেদিন আলাদা আলাদা গাড়ি থেকে নামতে দেখা যায়। গোয়াতে গিয়ে সমুদ্র সৈকতে ঘুরতেও দেখা যায় তাদের। অভিনেত্রী একটি ইনস্টাগ্রাম স্টোরিতে লেখেন, “দিন তিনেক বাদে দেখা হবে।” এই সুযোগে গোয়া ভ্রমণও সেরে নিচ্ছেন তারা।
সম্প্রতি এক সংবাদমাধ্যম কে দেওয়া সাক্ষাৎকারে অবশ্য বিয়ের প্রস্তুতির কথা নস্যাৎ করে দেন তারকা-জুটি। বোঝাই যাচ্ছে বিয়ের দিনক্ষণ ফাঁস করতে ইচ্ছুক নন তারা।টলিপাড়ার অন্দরমহলে সূত্রে খবর, কৌশানির বহুদিনের ইচ্ছে ছিল ডেস্টিনেশন ওয়েডিং এর। সেই ইচ্ছেতেই সিলমোহর দিয়েছেন বনি সেনগুপ্ত। এই মুহূর্তে পুরোদমে প্রস্তুতি চলছে বিয়ের।
চূড়ান্ত হয়েছে মেকআপ আর্টিস্ট থেকে শুরু করে বিয়ের যাবতীয় বন্দোবস্ত। ডেস্টিনেশন ওয়েডিংয়ের জন্য কোন আপাতত কোনও জায়গাকে চূড়ান্ত করেননি তারকা দম্পতি। নুসরাতকে অনুসরণ করেই কলকাতায় ফিরে ইন্ডাস্ট্রির বন্ধুবান্ধবদের নিয়ে একটা রিসেপশন পার্টির আয়োজনের পরিকল্পনা রয়েছে তাদের। তৈরী হয়ে গেছে টলিউড থেকে আমন্ত্রিতের তালিকাও।বনি-কৌশানীর সম্পর্ক প্রায় এক দশকের। দুই পরিবারের মধ্যেও দারুণ সম্পর্ক । কৌশানী মাতৃহারা হওয়ার পর তার পাশে ছিলেন বনি এবং তাঁর মা পিয়া সেনগুপ্ত। শেষ পর্যন্ত কবে গাঁটছড়া বাডেন তারা সেই দিকে তাকিয়ে অনুরাগীরা।