২৪-এর ভোটে বহরমপুর লোকসভা কেন্দ্র হাতছাড়া হয়েছে অধীর রঞ্জন চৌধুরীর (Adhir Ranjan Chowdhury)। বহরমপুর কেন্দ্রে তৃণমূল প্রার্থী ইউসুফ পাঠানের কাছে বিপুল ভোটে হেরেছেন অধীর। এদিকে হারের পর তিনি জানিয়েছিলেন, হাই কমান্ডের তরফে তাঁর সঙ্গে কোনও যোগাযোগ করা হয়নি। এরই মাঝে আগামীকাল শনিবার দিল্লি যাচ্ছেন অধীর। নিজেই জানালেন সেই কথা।
এদিকে অধীরের দিল্লি যাত্রা নিয়ে নানা রকম প্রশ্ন উঠতে শুরু করেছে। তাহলে কি দলবদল করছেন? এই নিয়ে এবার সরাসরি জবাব দিলেন বহরমপুরের প্রাক্তন সাংসদ। আজ শুক্রবার মুর্শিদাবাদে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানালেন, ‘মল্লিকার্জুন খাড়গে আমাকে ডেকেছেন এবং আমি আগামীকাল কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠকে যাচ্ছি। দিল্লির লোকেরা গুজব ছড়াচ্ছে যে আমি দল থেকে দূরে সরে যাচ্ছি তবে সমস্ত দলের নেতারা আমাকে ডেকেছেন এবং আমি আগামীকাল দিল্লির বৈঠকে যাচ্ছি। যদি কেউ আমার সাথে দেখা করতে চান তবে তারা আসতে পারেন।’
গত চারবারের সাংসদ অধীর রঞ্জন চৌধুরী এবারের লোকসভা নির্বাচনে বহরমপুর আসন থেকে বড় ব্যবধানে পরাজিত হয়েছেন। প্রাক্তন ক্রিকেটার ইউসুফ পাঠান কংগ্রেস প্রার্থী অধীর রঞ্জন চৌধুরীকে ৫৯,৩৫১ ভোটে পরাজিত করেছেন। ভোটের আগে তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে বিদ্রোহী অবস্থান নিয়েছিলেন অধীর রঞ্জন চৌধুরী, কিন্তু নিজের শক্ত ঘাঁটিতে তৃণমূল প্রার্থী ইউসুফ পাঠান জিতে কংগ্রেসকে বড় ধাক্কা দিয়েছেন। ইউসুফ পাঠান পেয়েছেন ৪ লাখ ৮ হাজার ২৪০ ভোট এবং অধীর রঞ্জন চৌধুরী পেয়েছেন ৩ লাখ ৪৮ হাজার ৮৮৯ ভোট। প্রায় ৩,১২,৮৭৬ ভোট পেয়ে তিন নম্বরে রয়েছেন বিজেপি নেতা।
Murshidabad, West Bengal: Congress leader Adhir Ranjan Chowdhury says, “Mallikarjun Kharge called me and I am going to the CWC meeting tomorrow. People in Delhi are spreading rumours that I am drifting away from the party but all the party leaders called me and I am going to the… pic.twitter.com/hxDmCDdLGz
— ANI (@ANI) June 7, 2024