দেশজুড়ে ফের একবার বর্ষার (Monsoon) আগমন নিয়ে বড় আপডেট দিল ভারতীয় আবহাওয়া বিভাগ বা আইএমডি (IMD)। আজ বৃহস্পতিবার আইএমডির তরফে একটি বুলেটিন জারি করা হয়েছে বর্ষা সংক্রান্ত। আপনিও যদি বর্ষাকালপ্রেমী হয়ে থাকেন তাহলে জেনে নিন বিশদে।
আইএমডি জানাচ্ছে, দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু মধ্য আরব সাগরের আরও কিছু অংশে অগ্রসর হয়েছে। সেইসঙ্গে কর্ণাটকের বেশিরভাগ অংশে, মহারাষ্ট্র, তেলেঙ্গানা এবং উপকূলীয় অন্ধ্রপ্রদেশের আরও কিছু অংশে মৌসুমী বায়ু এগোচ্ছে। সেইসঙ্গে পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরের বেশিরভাগ অংশে এবং উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের আরও কিছু অংশের দিকেও তাক করে বর্ষা এগোচ্ছে।
এদিকে বিভিন্ন জায়গায় আবহাওয়ার বদল ঘটতে শুরু করেছে ধীরে ধীরে। মূলত উত্তর ভারতে আবহাওয়ার পরিবর্তনের জেরে বড়সড় স্বস্তি মিলেছে। তাপমাত্রার নামতে অবধি শুরু করেছে। রাজধানী দিল্লিসহ উত্তর ভারতে তাপপ্রবাহের তাণ্ডব কিছুটা কমেছে। বজ্রপাত ও বৃষ্টির কারণে তাপমাত্রা কমছে। বর্তমানে বেশির ভাগ এলাকায় তাপমাত্রা ৪০ ডিগ্রির আশেপাশে। ভাল দিক হল শীঘ্রই বর্ষার বৃষ্টিও পড়তে চলেছে।
আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, ৬ জুন বৃহস্পতিবার পূর্ব ও পশ্চিম রাজস্থানে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আইএমডি আরও জানিয়েছে, আজ দিল্লি, রাজস্থান, পাঞ্জাব, চণ্ডীগড় এবং পশ্চিম উত্তর প্রদেশে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। এদিকে দক্ষিণবঙ্গ বা কলকাতায় বর্ষার যাত্রা কবে শুরু হবে সেই নিয়ে কিছু জানা যায়নি।
Southwest Monsoon has further advanced into some more parts of central Arabian Sea; most parts of Karnataka; some more parts of Maharashtra, Telangana & Coastal Andhra Pradesh; most parts of Westcentral Bay of Bengal and some more parts of Northwest Bay of Bengal: India… pic.twitter.com/wi3n0nB1LF
— ANI (@ANI) June 6, 2024