নতুন সরকার গঠনের আগে দফায় দফায় বৈঠক চলছে এনডিএ (NDA) থেকে শুরু করে অন্যদিকে ইন্ডি জোটের সদস্য দলগুলির মধ্যে। একে একে হেভিওয়েটরা দিল্লিতে হাজির হয়েছেন সেইসঙ্গে চলছে বৈঠক। এবার এরই মাঝে জানা যাচ্ছে, আগামীকাল ৭ জুন সকালে সংসদের সেন্ট্রাল হলে বৈঠকে বসবেন এনডিএ সাংসদরা।
এদিকে আজ বৃহস্পতিবার সকালে প্রথমবারের মতো সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদবের দিল্লির বাড়িতে ৪০ মিনিট বৈঠক করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দুজনের মধ্যে স্ট্র্যাটেজি বৈঠক হয়েছে বলে কানাঘুষো শোনা যাচ্ছে। এছাড়া অন্যদিকে বিজেপির জাতীয় সভাপতি জেপি নাড্ডার বাড়িতে একটি গুরুত্বপূর্ণ বৈঠক হয়। এই বৈঠকে আজ সকালে হাজির হয়েছিলেন অমিত শাহ, রাজনাথ সিং প্রমুখ। যাইহোক, আগামী রবিবার তৃতীয় বারের মতো প্রধানমন্ত্রীর পদে শপথ নিতে পারেন নরেন্দ্র মোদী বলে খবর।
লোকসভা ভোটের ফলের পর এবার শপথ নিতে প্রস্তুত মোদী সরকার। আগামী ৮ বা ৯ জুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন নরেন্দ্র মোদী। সরকার গঠনের আগে ৭ জুন এনডিএ-র গুরুত্বপূর্ণ বৈঠকও রয়েছে। নীতীশ কুমার ও চন্দ্রবাবু নাইডুর সাহায্যে ফের একবার মোদী সরকারের পথ পরিষ্কার হয়েছে। রাষ্ট্রপতি ভবনের তরফে এখনও শপথগ্রহণের দিনক্ষণ চূড়ান্ত করা হয়নি। নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেই পরপর তিনবার পণ্ডিত নেহরুর প্রধানমন্ত্রী হওয়ার রেকর্ড স্পর্শ করবেন নরেন্দ্র মোদী।
এই শপথগ্রহণ অনুষ্ঠানে চাঁদের হাট বসতে পারে। এদিকে প্রধানমন্ত্রীর শপথগ্রহণ অনুষ্ঠানে দেশ বিদেশের বহু রাষ্ট্রনেতারা আসবেন বলে জানা যাচ্ছে। নরেন্দ্র মোদীর শপথগ্রহণ অনুষ্ঠানে প্রতিবেশী দেশের নেতাদের আমন্ত্রণপত্রও পাঠানো হয়েছে।
ভারতের প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীর শপথ অনুষ্ঠানে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে অংশ নেবেন বলে খবর। মোদীর শপথ অনুষ্ঠানে যোগ দিতে আগামী ৭ জুন নয়াদিল্লি যাচ্ছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৯ জুন বিকেল পর্যন্ত দিল্লিতে থাকবেন বলে খবর
NDA MPs to have a meeting tomorrow morning at Parliament Central Hall: Sources
— ANI (@ANI) June 6, 2024