পরাজিত দিলীপ ঘোষ!কীর্তি গড়লেন বিরাট নজির

তাঁর কুকথা কাজে এল না। কাজে এল না কোনও চমক-ধমক! দুবারের সাংসদ দিলীপ ঘোষ অবশেষে পরাস্ত হলেন। তাও আবার সদ্য বাংলার রাজনীতিতে আসা কীর্তি আজাদ।…

kriti azad and dilip ghosh

তাঁর কুকথা কাজে এল না। কাজে এল না কোনও চমক-ধমক! দুবারের সাংসদ দিলীপ ঘোষ অবশেষে পরাস্ত হলেন। তাও আবার সদ্য বাংলার রাজনীতিতে আসা কীর্তি আজাদ। বাংলার রাজনীতির ময়দানে নেমেই তিনি বোল্ড আউট করলেন দিলীপ ঘোষকে। শুধু তাই লাখ খানেক বেশী ভোটে হারালেন বিজেপির প্রাক্তন সভাপতিকে।

Advertisements

এ দিন, সকালে পোস্টাল ব্যালটে দেখা যায় দিলীপ ঘোষ এগিয়ে ছিলেন। তবে বেলা গড়াতেই বদলে যায় চিত্র। মার্জিন বাড়াতে শুরু করেন তৃণমূলের কীর্তি। শেষবেলায় ওই লোকসভা কেন্দ্রে শেষ হাসি ধরে রাখল তৃণমূলই। নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী ১ লক্ষ ৩৬ হাজার ভোটে হেরেছেন তিনি।

   

উল্লেখ্য, বিজেপি যখন প্রার্থী তালিকা প্রকাশ করে সেই তালিকায় প্রথমে নাম ছিল না দিলীপের। পরে দেখা যায় তথাকথিত তাঁর লোকসভা কেন্দ্র মেদিনীপুর থেকে সরিয়ে পাঠানো হয় বর্ধমান দুর্গাপুরে। তবে প্রথম থেকেই আত্মবিশ্বাসী ছিলেন দিলীপ ঘোষ। প্রার্থী তালিকায় নাম ঘোষণা হওয়ার পরই সেরেছিলেন প্রচার। তাঁকে বারাবার বলতে শোনা গিয়েছিল, “দল যা ভাল করেছে তাই করেছে।” তবে তিনি তাঁর সবটুকু দিয়ে লড়বেন।

Advertisements

এই মুহূর্তে এনডিএ জোট ২৯৬টি আসনে এগিয়ে আছে আবার অন্যদিকে ইন্ডিয়া জোট ২২৯তি আসনে এগিয়ে আছে। বাংলার ক্ষেত্রে ঘাসফুল এগিয়ে আছে ২৯টি আসনে আর বিজেপি এগিয়ে আছে ১২টি আসনে এবং কংগ্রেস আছে ১টি আসনে।