এসে গেছে সেই মাহেন্দ্রক্ষণ যেদিনটার জন্য কোটি কোটি ভারতবাসী অপেক্ষা করছিলেন। অষ্টাদশ লোকসভা নির্বাচনের দীর্ঘ ৪৪ দিনের প্রক্রিয়া শেষে এবার আজ ৪ জুন ফলাফলের দিন এসে গেছে। দিল্লির সিংহাসনে কে বসতে চলেছেন, তা আজ স্পষ্ট হয়ে যাবে। অধিকাংশ বুথ ফেরত সমীক্ষায় দেখা গিয়েছে, বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট বিপুল সংখ্যাগরিষ্ঠতা পাবে এবং কেন্দ্রে ক্ষমতায় আসবে। এদিকে বিজেপিই জিতছে, সেটা মেনে নিয়েই রীতিমতো দিল্লি থেকে শুরু করে বিভিন্ন জায়গায় তৈরি হচ্ছে নানান সুস্বাদু খাবার।
কোথাও পুরি-মিষ্টি তো আবার কোথাও নানা রকমের লাড্ডু তৈরি হচ্ছে। লোকসভা ভোটের ফল প্রকাশের আগে দিল্লিতে বিজেপির সদর দফতরে তৈরি হচ্ছে পুরি ও মিষ্টি। এদিকে লোকসভা ভোটে বিজেপির জয় উদযাপনের জন্য ১১ ধরনের ২০১ কেজি লাড্ডু বিতরণ করবে রায়পুর বিজেপি বলে খবর। সকাল ৮টা থেকে ভোট গণনা শুরু হবে এবং তারপর ধীরে ধীরে ছবিটাও পরিষ্কার হতে শুরু করবে। বিকেলের মধ্যেই জানা যাবে নরেন্দ্র মোদী তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন, নাকি ইন্ডি জোট।
দেশের মোট ৫৪৩টি লোকসভা আসনের জন্য সাত দফায় নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। ইভিএমে মোট ৮ হাজার ৩৬০ জন প্রার্থীর ভাগ্য নির্ধারিত হয়েছে। শেষ দফার ভোটের পর অধিকাংশ বুথ ফেরত সমীক্ষার পূর্বাভাসে এনডিএ জোটকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উচ্চাভিলাষী ৪০০ আসন অতিক্রম করার লক্ষ্যমাত্রার কাছাকাছি দেখানো হয়েছে, যেখানে ‘ইন্ডি’ জোট ১৮০ আসন অতিক্রম করবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।
আজ মঙ্গলবার লোকসভা নির্বাচনের ফলের সঙ্গে অন্ধ্রপ্রদেশ ও ওড়িশার বিধানসভা নির্বাচনের ফলাফলও ঘোষণা করা হবে। গুজরাটের সুরাট আসন থেকে বিজেপি প্রার্থীকে ইতিমধ্যেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করায় ৫৪২ টি লোকসভা আসনে ভোট গণনা অনুষ্ঠিত হবে।
#WATCH | Poori and sweets being prepared at the BJP headquarters in Delhi ahead of the Lok Sabha election results .
Vote counting for #LokSabhaElections to begin at 8 am. pic.twitter.com/XkrSIua7uF
— ANI (@ANI) June 4, 2024