হাতে আর দুই দিন। তারপরেই জানা যাবে কে বসবেন আবার দিল্লির মসনদে। তবে শনিবার শেষ হয়েছে অষ্টাদশ লোকসভা ভোটের প্রক্রিয়া। এরপরেই শুরু হয়ে গিয়েছে অঙ্ক কষা( Loksabha election exit poll) । কে বসতে চলেছেন দিল্লির দরবারে? মোদী নাকি নতুন মুখ? কীইবা হতে চলেছে বাংলার ফলাফল।
রিপাবলিক টিভি পিমারকিউ(P-MARQ) সংস্থার সাহায্যে বুথ ফেরত সমীক্ষায় প্রকাশ করেছে যেখানে দেখা যাচ্ছে যে বিজেপি বাংলায় পেতে পারে ২২টি আসন, তৃণমূল পেতে পারে ২০টি আসন এবং বাকিরা শূন্য ফলাফল করতে পারে বলে ইঙ্গিত দিয়েছে। যেখানে দেখা গিয়েছে ভোটের শতাংশের হিসেবে বিজেপি পাবে ৪২ শতাংশ ভোট, তৃণমূল পাবে ৪৪ শতাংশ ভোট, ৪ শতাংশ সিপিএম এবং কংগ্রেস ৬ শতাংশ ভোট পেতে পারে বলে আভাস পাওয়া গিয়েছে।
রিপাবলিক টিভি পিমারকিউ(P-MARQ) সংস্থার সাহায্যে বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী দেখে নেওয়া যাক বাংলার ৪২ কেন্দ্র থেকে সম্ভাব্য জয়ী আসনের তালিকা-
আলিপুরদুয়ার- বিজেপি, আরামবাগ- বিজেপি ,আসানসোল- বিজেপি, বহরমপুর- তৃণমূল, বালুরঘাট- বিজেপি প্রার্থী ,বনগাঁ- বিজেপি,বাঁকুড়া- বিজেপি,বারাসাত- তৃণমূল,বর্ধমান পূর্ব- তৃণমূল ,বর্ধমান-দুর্গাপুর- বিজেপি,ব্যারাকপুর- বিজেপি , বসিরহাট- তৃণমূল, বীরভূম- তৃণমূল,
বিষ্ণুপুর- বিজেপি ,বোলপুর- তৃণমূল ,কোচবিহার-বিজেপি, দার্জিলিং- বিজেপি, ডায়মন্ডহারবার-তৃণমূল, দমদম- তৃণমূল,ঘাটাল- তৃণমূল প্রার্থী, হুগলী- বিজেপি, হাওড়া- তৃণমূল, যাদবপুর- তৃণমূল, জলপাইগুড়ি- বিজেপি, জঙ্গিপুর- তৃণমূল,
জয়নগর-তৃণমূল, ঝাড়গ্রাম- বিজেপি, কাঁথি- বিজেপি ,কলকাতা দক্ষিণ- তৃণমূল,কলকাতা উত্তর- তৃণমূল, কৃষ্ণনগর- বিজেপি,মালদা দক্ষিণ- তৃণমূল,মালদা উত্তর- বিজেপি প্রার্থী,মথুরাপুর- তৃণমূল, মেদিনীপুর- বিজেপি, মুর্শিদাবাদ- তৃণমূল,পুরুলিয়া- বিজেপি, রায়গঞ্জ- বিজেপি প্রার্থী, রানাঘাট- বিজেপি জগন্নাথ সরকার, শ্রীরামপুর- তৃণমূল, তমলুক- বিজেপি,উলুবেড়িয়া- তৃণমূল।