বর্তমানে ইন্টারনেট ছাড়া আমাদের একপাও এগিয়ে চলা মুশকিল হয়ে উঠেছে। কেননা ইন্টারনেট ছাড়া এখন প্রায় কোনো কাজই করা সম্ভব হচ্ছে না। যেমন:- এখন প্রত্যেকটি স্কুল,কলেজ,হাসপাতাল,অফিস,থানা ইত্যাদি নানা জায়গায় কম্পিউটার এর মাধ্যমে সমস্ত কাজ হচ্ছে এবং কম্পিউটার ইন্টারনেট ছাড়া এখন দেখতে গেলে অকেজো। সমস্ত কর্ম ক্ষেত্রেই কোন না কোন কাজে ব্যবহার করা হচ্ছে এই ইন্টারনেট বাবস্থাকে। তাই সমস্ত ক্ষেত্রেই এর চাহিদা বৃদ্ধি পেয়েছে।
এখন ইন্টারনেট এর মাধ্যমে যেহেতু সমস্ত ধরনের কাজ করতে গেলে অনেক পরিমান খরচা হয়। তবে সমস্ত ধরনের কাজ করতে গেলে অথবা কাজের গতি বাড়াতে গেলে এখন Wi-Fi মেশিন বসাতে হয়। কেননা মোবাইল এর ইন্টারনেটে এত কাজ করা সম্ভব নয়। যেহেতু wifi কানেকশন বাড়িতে বসাতে বেশ মোট অংকের একটা টাকা খরচ হয়। তারজন্য সেই সমস্ত সমস্যার কথা ভেবে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে নিয়ে আসা হলো, নতুন একটি প্রকল্প। যার নাম দেওয়া হয়েছে ‘PM WANI‘ যোজনা। যার মাধ্যমে বাড়িতে বাসিতে একদম বিনামূল্যে wifi বসিয়ে দেওয়া হবে। যাতে অনেক সুবিধা হবে ইন্টারনেট ব্যাবহারকারীদের।
তবে এই বিষয় টি এখনও পর্যন্ত অনেকের কাছেই অজানা। তাই সকলের মনে একটিই প্রশ্ন জাগে যে, কি এই প্রধান মন্ত্রী ওয়ানি যোজনা? অথবা কিভাবে এই যোজনার সুবিধা আমরা নিতে পারবো? কিভাবে এই পরিষেবা দেওয়া হবে সাধারণ জনগণকে? ইত্যাদি বিষয়। এই সমস্ত বিষয় নিয়েই আমাদের বিশেষ প্রতিবেদন।
প্রধান মন্ত্রী ওয়ানি যোজনা কি?
PM WANI এর সম্পূর্ণ নাম হলো – Prime Minister Wifi Access Interface । কেন্দ্র সরকার প্রধানত এই যোজনার মাধ্যমে দেশের সাধারণ জনগনদের ইন্টারনেট ব্যাবস্থা দিয়ে সাহাজ্য করবে। কারণ ইন্টারনেট ছাড়া এখন আর কোনো কাজই সম্ভব হয় না বলে মনে করা হচ্ছে। তবে এই যোজনার মাধ্যমে দেশের সমস্ত মানুষের কাছে পৌঁছে যাবে wifi পরিষেবা। যা ভবিষ্যতে ভারতীয় ইন্টারনেট ব্যাবস্থায় নিয়ে আসবে বিপ্লব।
জনগণ কি ভাবে পাবে এই পরিষেবা?
এই যোজনার মাধ্যমে নিজের বাড়িতে wifi ইন্টারনেট কানেকশন বসাতে পারবে সাধারন জনগণ, তবে সবার আগে কেন্দ্র সরকারের সরল সঞ্চার ওয়েবসাইটে নিজের নাম রেজিস্ট্রেশন করতে হবে। তারপর ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন করে Certification এর আবেদন করতে হবে। বৈধ নিরাপত্তা শংসাপত্র যোগ করে Wifi Hotspot এর বিবরণ যোগ করতে হবে। Captive পোর্টাল এবং প্রমাণীকরণ URL যোগ করলেই আপনার এই প্রক্রিয়া সম্পূর্ণ হবে।
ওয়ানি যোজনার সুবিধা কি কি?
এই নতুন ইন্টারনেট যোজনার সুবিধাগুলো হলো –
1.এই Wifi Internet যোজনার মাধ্যমে সম্পূর্ণ বিনামূল্যে ইন্টারনেটের সুবিধা পাবে ব্যবসায়ীরা।
2.দেশের নাগরিকদের জন্য বানানো এই প্রকল্পের জন্য বরাদ্দ করা হয়েছে প্রায় 11,000 কোটি টাকা।
দেশের সমস্ত জায়গায় এই সুবিধা দেওয়া হবে। যার ফলে এই ইন্টারনেট পরিষেবা সমস্ত ধরনের মানুষের কাছে পৌঁছে যাবে বলে জানিয়েছেন কেন্দ্র সরকার।