কেরালা বাস্টার্সের হয়ে খেলা দিমি দিয়ামান্টাকোসকে নিয়ে জল্পনা (Transfer News) অনেক দিন ধরেই চলছিল। এবার জল্পনা শুরু হতে পারে আরও এক দিমিকে কেন্দ্র করে। তিনি দিমিত্রিওস চ্যাটজিসাইয়াস (Dimitrios Chatziisaias)।
পাঞ্জাব এফসি (Punjab FC) নতুন কোচ নিয়োগ করার পথে। সম্প্রতি জানা গিয়েছিল, ক্লাবের হয়ে আই লিগ জয়ী কোচকে স্টাইকোস ভার্গেটিসকে বিদায় জানাচ্ছে পাঞ্জাব এফসি। চুক্তি বৃদ্ধি করার ব্যাপারে কোচের সঙ্গে নাকি ক্লাব কর্তারা এক মত হতে পারেননি। অতএব গোল্ডেন হ্যান্ডশেক। কোচের সঙ্গে প্রস্থানের পথ বেছে নিয়েছেন তাঁর এক ছাত্র।
দেশের হয়ে খেলতে চলেছেন ISL খেলা বিদেশি ফুটবলার
সোশ্যাল মিডিয়ায় জোর জল্পনা, স্টাইকোস ভার্গেটিসের সঙ্গে ক্লাব ছাড়তে পারেন স্কোয়াডের অন্যতম নির্ভরযোগ্য বিদেশি দিমিত্রিওস চ্যাটজিসাইয়াস। পাঞ্জাব এফসির হয়ে ধারাবাহিকভাবে খেলা এই ডিফেন্ডার ইতিমধ্যে পাঞ্জাব এফসিকে বিদায় জানানোর ব্যাপারে সিদ্ধান্ত চূড়ান্ত করেছেন বলে মনে করা হচ্ছে। যদিও ক্লাব কিংবা ফুটবলার এখনও কারও তরফে এ ব্যাপারে ঘোষণা করা হয়নি।
পাঞ্জাব এফসিকে বিদায় জানানোর পর দিমিত্রিওস চ্যাটজিসাইয়াসের পরবর্তী গন্তব্য কোথায় হবে সেটা এখনও নিশ্চিত নয়। কিংবা পাঞ্জাব এফসি এই গ্রিক ফুটবলারকে ধরে রাখার ব্যাপারে আগ্রহী হয় কি না সেটাও দেখার বিষয়।
East Bengal: ৪ জন নিশ্চিত, ভূমিপুত্রদের বাড়তি গুরুত্ব দিচ্ছ ইস্টবেঙ্গল!
৬ ফুট ৪ ইঞ্চি উচ্চতার এই ডিফেন্ডার একাধিক ক্লাবের হয়ে খেলেছেন। জিতেছেন গ্রিক কাপ। পাঞ্জাব এফসির হয়েই ভারতীয় ফুটবলে প্রথম খেলেছেন। পাঞ্জাব এফসির হয়ে গোল রয়েছে এই সেন্টার ব্যাকের। ইন্ডিয়ান সুপার লিগ ২০২৩-২৪ মরসুমে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছিল ক্লাব। ব্যাক লাইনে নির্ভরতা জোগানোর চেষ্টা করেছিলেন দিমিত্রিওস চ্যাটজিসাইয়াস।