‘পালতোলা নৌকা’ ছেড়ে কোথায় যেতে পারেন সাদিকু? জানুন

Advertisements এবারের এই ফুটবল মরশুমের শুরুতে আলবেনিয়ান তারকা আর্মান্দো সাদিকুকে (Armando Sadiku) দলে টেনেছিল মোহনবাগান সুপারজায়ান্টস। তার সঙ্গে দলকে শক্তিশালী করার জন্য আনা হয়েছিল অজি…

Where Could Armando Sadiku Go After Leaving Mohun Bagan? Find Out Here"

Advertisements

এবারের এই ফুটবল মরশুমের শুরুতে আলবেনিয়ান তারকা আর্মান্দো সাদিকুকে (Armando Sadiku) দলে টেনেছিল মোহনবাগান সুপারজায়ান্টস। তার সঙ্গে দলকে শক্তিশালী করার জন্য আনা হয়েছিল অজি বিশ্বকাপার জেসন কামিন্সকে‌। আগেরবারের তুলনায় দলের আক্রমণভাগের শক্তি বাড়ানোই অন্যতম লক্ষ্য ছিল বাগান ম্যানেজমেন্টের। যা নিঃসন্দেহে বড়সড়ো চমক ছিল সকলের কাছে। এমনকি এই দুই শক্তিশালী ফুটবলার কে দলে আনার কথা সামনে আসতেই হইচই পড়ে গিয়েছিল দলবদলের বাজারে। তবে মরশুমের প্রথম দিকে কিছুটা নিষ্ক্রিয় লাগলেও পরবর্তীতে নিজের পুরনো ছন্দে ফিরে আসেন কামিন্স।

   

কোথায় দেখা যাবে ভারত-কুয়েত ম্যাচ? জানুন

এই অস্ট্রেলিয়ান ফুটবলারের তুলনার কিছুটা হলেও নিষ্ক্রিয় থাকেন আলবেনিয়ান তারকা আর্মান্দো সাদিকু। তবে প্রয়োজনমতো জ্বলে উঠেছেন তিনি। শক্তিশালী ওডিশা এফসির পাশাপাশি একাধিক হেভিওয়ের দলের বিপক্ষে গোল থেকেছে এই ফুটবলারের। কিন্তু পরবর্তীতে তাকে নিয়ে যথেষ্ট সমস্যা দেখা দেয় দলের মধ্যে।

Hugo Boumous: হুগোর বাগান ছাড়া শুধু সময়ের অপেক্ষা!

Advertisements

আসলে কিছুতেই কোচের আশানুরূপ পারফরম্যান্স করতে পারছিলেন না তিনি। সেজন্য, নতুন মরশুমে তাকে রিলিজ করার কথা ও শোনা যেতে থাকে বিভিন্ন মহল থেকে। এখন পর্যন্ত যা খবর, নতুন মরশুমের কথা মাথায় রেখে অস্ট্রেলিয়ান ফুটবলার দিমিত্রি পেত্রাতোস এবং জেসন কামিন্সকেই বিদেশীদের মধ্যে চূড়ান্ত রেখেছে মেরিনার্সরা।

Roy Krishna: ওডিশাতেই থাকতে পারেন রয় কৃষ্ণা !

যারফলে, হ্যামিল থেকে শুরু করে কাউকো সহ একাধিক বিদেশি ফুটবলারদের রিলিজ করে দিতে পারে বাগান ব্রিগেড। এক্ষেত্রে সবার আগে উঠে আসে আর্মান্দো সাদিকুর নাম। তবে এই বিদেশী ফুটবলার পরবর্তীতে মোহনবাগানে থাকতে চাইলেও তা নিয়ে রয়ে গিয়েছে ধোঁয়াশা। এসবের মধ্যেই উঠে আসলো না তথ্য। শোনা যাচ্ছে, এই দাপুটে ফুটবলারকে দলে নিতে মরিয়া পাঞ্জাব এফসি। সেইমতো তার এজেন্টের সঙ্গেও নাকি কথাবার্তা শুরু করে দিয়েছে পাঞ্জাব ম্যানেজমেন্ট। কিন্তু এই ফুটবলের সঙ্গে আগামী ২০২৫ পর্যন্ত চুক্তি রয়েছে বাগানের। সেক্ষেত্রে লোনের মাধ্যমে তাকে অন্যত্র পাঠাতে পারে সবুজ-মেরুন।