নোগুয়েরাকে বিদায় জানাল মুম্বই সিটি এফসি

মোহনবাগান দলকে পরাজিত করে এবছর আইএসএল চ্যাম্পিয়ন হয়েছে মুম্বাই সিটি এফসি (Mumbai City FC)। বলতে গেলে শিল্ড ফাইনালের বদলা এবার টুর্নামেন্টের ফাইনালে নিয়েছে এই ফুটবল…

Alberto Noguera

মোহনবাগান দলকে পরাজিত করে এবছর আইএসএল চ্যাম্পিয়ন হয়েছে মুম্বাই সিটি এফসি (Mumbai City FC)। বলতে গেলে শিল্ড ফাইনালের বদলা এবার টুর্নামেন্টের ফাইনালে নিয়েছে এই ফুটবল ক্লাব। তবে মরশুম শেষে নিজেদের দলের একাধিক ফুটবলারদের বিদায় জানিয়ে নতুন করে দল গঠনের পরিকল্পনা নিয়েছে কিরঘিজ কোচ পেট্রো ক্র্যাটকি।

   

দিন কয়েক আগে নিজেদের একগুচ্ছ ফুটবলারদের বিদায় জানিয়েছে মুম্বাই। যাদের মধ্যে ছিলেন গুরকিরাত সিং থেকে শুরু করে মহম্মদ নওয়াজ, ভাস্কর রায়, রোলিন বর্জেস, টন্ডোম্বা সিং এবং নওচা সিংয়ের মতো ভারতীয় ফুটবলার। পাশাপাশি এক বিদেশি ফুটবলার ও ছিলেন এই তালিকায়। তিনি জ্যাকব ভোজটাস।

এছাড়াও এবারের এই ফুটবল টুর্নামেন্টের অন্যতম সক্রিয় ফুটবলার জর্জ পেরেইরা দিয়াজের পাশাপাশি তিরির মতো ফুটবলারদের বিদায় জানানোর কথা আগেই শোনা গিয়েছিল বিভিন্ন সূত্র থেকে। তাছাড়া এই দুই ফুটবলারকে নতুন মরশুমের জন্য নিতে মরিয়া সুনীল ছেত্রীর বেঙ্গালুরু এফসি। এছাড়াও মুম্বাইয়ের রিজার্ভ গোলরক্ষক মহম্মদ নওয়াজকে ও প্রায় নিশ্চিত করে ফেলেছে চেন্নাইন এফসি। এসবের মাঝেই নিজেদের দলের আরেক ফুটবলারকে বিদায় জানালো এবারের আইএসএল জয়ীরা। তিনি আলবার্তো নোগুয়েরা। বলাবাহুল্য, এই ফুটবল সিজনে যথেষ্ট ভালো পারফরম্যান্স থেকেছে স্প্যানিশ মিডফিল্ডারের।

ডুরান্ড কাপের পাশাপাশি ইন্ডিয়ান সুপার লিগেও গোল থেকেছে এই তারকার। কিন্তু নতুন মরশুমে আর তাকে দলে রাখতে চায়নি ম্যানেজমেন্ট। আজ নিজেদের সোশ্যাল সাইট থেকেই এই খেলোয়াড়ের বিদায়ের কথা জানিয়ে দেয় মুম্বাই ম্যানেজমেন্ট। যতদূর শোনা যাচ্ছে, নতুন মরশুমে বেঙ্গালুরু এফসিতে যোগ দিতে চলেছেন এই তারকা।