আইএসএলের প্লে-অফে নিজেদের নিশ্চিত করলেও পরবর্তীতে আর এগোনো সম্ভব হয়নি ওডিশা এফসির (Odisha FC)। এই টুর্নামেন্টের সেমিফাইনালে শক্তিশালী মোহনবাগান সুপারজায়ান্টসের কাছে পরাজিত হয়ে ছিটকে যেতে হয়েছিল দলকে। তবুও নিজেদের পুরোনো কোচের উপরেই ভরসা রেখেছে ওডিশা ম্যানেজমেন্ট। তাই স্প্যানিশ কোচ সার্জিও লোবেরার সঙ্গে চুক্তি বাড়ায় এই ফুটবল ক্লাব।
পাশাপাশি নিজেদের দলের বেশকিছু ফুটবলারদের সঙ্গে ও চুক্তি বাড়ানোর পরিকল্পনা ছিল ম্যানেজমেন্টের। এক্ষেত্রে গত বেশকিছু সপ্তাহ ধরেই উঠে আসতে থাকে কার্লোস ডেলগাডোর নাম। এবারের এই সিজনে এএফসি কাপের পাশাপাশি নিজেদের ঘরের মাঠে আইএসএল সেমিফাইনালে গোল করেছেন এই স্প্যানিশ ফুটবলার।
এএফপি কাপের পাশাপাশি আইএসএলের প্লে-অফে ও গোল থেকেছে স্প্যানিশ ডিফেন্ডারের। কিন্তু নতুন সিজনের কথা মাথায় রেখে কয়েক মাস ধরেই তার উপর নজর রাখছিল জারাগোজার বেঙ্গালুরু এফসি। একটা সময় তার সঙ্গে কথাবার্তা ও অনেক দূর এগিয়ে নিয়ে গিয়েছিল আইএসএল জয়ী এই ফুটবল ক্লাব। কিন্তু স্প্যানিশ তারকাকে ধরে রাখতে বদ্ধপরিকর ছিল জগন্নাথের রাজ্যের এই ফুটবল ক্লাব।
সেজন্য, তা জল ছাড়া নিয়ে দেখা দিয়েছিল ধোঁয়াশা। অনেকেই মনে করেছিলেন ওডিশা ছেড়ে হয়তো সুনীল ছেত্রীর বেঙ্গালুরুর জার্সিতে ধরা দেবেন কার্লোস ডেলগাডো। কিন্তু তা সম্ভব হলো না এবার।
জনপ্রিয় সূত্র মারফত খবর, আগত আইএসএল মাশরুমের কথা মাথায় রেখে স্প্যানিশ সেন্টার ব্যাকের সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তি করে ফেলেছে গতবারের সুপার কাপ জয়ীরা। বলা বাহুল্য, এবারের এই ফুটবল সিজনে স্প্যানিশ কোচ সার্জিও লোবেরার অন্যতম ভরসাযোগ্য ফুটবলার হয়ে উঠেছিলেন তিনি। দলের দায়িত্ব থাকার সুবাদে তাই আবারও এই তারকার উপর ভরসা রাখছেন কোচ। সেক্ষেত্রে, চলতি মাসের শেষে তার সঙ্গে পুরোনো চুক্তি শেষ হলেও বেশ কয়েকটি মরশুমের জন্য সেই চুক্তির মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ম্যানেজমেন্ট।