রেমাল বিধস্ত জনজীবন। কলকাতার অবস্থা প্রায় বানভাসি। ঝড়ের তান্ডব চলছে রাজ্যের বহু জায়গায়। শহরে গাছ পড়ে গিয়ে অনেক জায়গায় রাস্তাঘাট বন্ধ হয়ে গিয়েছে। শুধু তাই নয় বেশ কয়েকজনের মৃত্যুর খবরও পাওয়া গিয়েছে। এর মধ্যেই পার্ক স্ট্রিট মেট্রোর অবস্থা বেহাল। স্বচক্ষে দেখলে মনে হবে যেন সুইমিং পুল। সূত্র মারফৎ জানা গিয়েছে পার্ক স্ট্রিট মেট্রো স্টেশনের সিঁড়ি দিয়ে জল মেট্রো স্টেশনের ভিতরে প্রবেশ করেছে। এমনকি দেওয়ালের ফাটল দিয়েও জল চুঁইয়ে পড়তে দেখা যাচ্ছে। যাত্রীরা যাতে মেট্রো স্টেশনে প্রবেশ করতে না পারেন, সেই কারণে প্রবেশপথও বন্ধ করে দেওয়া হয়েছিল।
সোমবার সকালে ৪ ঘণ্টা ১৪ মিনিট মেট্রো পরিষেবা বন্ধ ছিল পার্ক স্ট্রিট, ময়দান এলাকায়। মেট্রো চলছিল কেবল দক্ষিণেশ্বর থেকে গিরিশ পার্ক এবং টালিগঞ্জ থেকে কবি সুভাষের মধ্যে। ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে রবিবার সারা রাত বৃষ্টি হয়েছে কলকাতায়। সোমবার সকালেও বৃষ্টির বিরাম নেই। যার জেরে এমনিতেই জলমগ্ন গোটা শহর। কিন্তু তা বলে পাতালরেলেও জল? প্রশ্ন তুলেছেন অনেক যাত্রীরাই।
মেট্রো পরিষেবা ব্যাহত হওয়ায় সবচেয়ে বেশি সমস্যায় পড়েছিলেন অফিসযাত্রীরা। সোমবার সকাল থেকেই কলকাতায় বৃষ্টিপাত চলছে। জল জমে রয়েছে শহরের বিভিন্ন জায়গায়। রাস্তাঘাটে বাস, ট্যাক্সির সংখ্যাও খুবই কম। তাই অনেকেই মেট্রোর উপর ভরসা করেছিলেন। ফের মেট্রো চালু হওয়ায় হাসি ফুটেছে যাত্রীদের মুখে তবে প্রশ্ন রয়েছে যে কী করে জল জলে একটি মেট্রো স্টেশনে?