সময় যত এগোচ্ছে গ্রিক ফুটবলার দিমিত্রিওস ডায়মান্টাকোসকে (Dimitrios Diamantakos) নিয়ে ততই আগ্রহ বাড়ছে সকলের। এবারের ইন্ডিয়ান সুপার লিগে কেরালা ব্লাস্টার্সের জার্সিতে মাঠ কাঁপিয়েছেন এই তারকা। টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা হয়ে জিতেছেন গোল্ডেন বুট। একটা সময় এই খেতাব জয় দৌড়ে রয় কৃষ্ণা থেকে শুরু করে দিমিত্রি পেত্রাতোস এবং দিয়াগো মরিসিওর মতো ফুটবলাররা থাকলেও অনায়াসেই তাদের টেক্কা দিয়ে খেতাব নিশ্চিত করেছেন এই দাপুটে ফুটবলার। মনে করা হয়েছিল নতুন মরশুমে ও হয়তো কেরালা ব্লাস্টার্সের সঙ্গে চুক্তি বাড়িয়ে নেবেন তিনি। কিন্তু শেষ পর্যন্ত তার সম্ভব হয়নি।
সপ্তাহ কয়েক আগেই নিজের সোশ্যাল সাইট থেকে কেরালা ছাড়ার কথা জানান দিমিত্রিওস নিজেই। তারপর থেকেই এই ফুটবলারকে দলের নিতে আসরে নেমে পড়ে মুম্বাই সিটি এফসি থেকে শুরু করে ইমামি ইস্টবেঙ্গলের মত ফুটবল ক্লাব। একটা সময় এই ফুটবলারকে দলে টানার ক্ষেত্রে অলআউট যাওয়ার পরিকল্পনা নেয় এবারের আইএসএল জয়ী দল মুম্বাই সিটি এফসি।
কিন্তু পরবর্তীতে পরিকল্পনা কিছুটা বদল আসে তাদের। শোনা যেতে থাকে, এই গ্রিক ফুটবলারের বদলে নিজেদের সিটি গ্রুপের অন্তর্গত ক্লাবগুলি থেকে এক বিদেশী ফুটবলারকে দলে আনার কথা ভাবছে মুম্বাই। সেইমতো খেলোয়াড় খোঁজার কাজও নাকি শুরু করে দেওয়া হয়েছে তাদের তরফ থেকে।
যা কিছুটা হলেও লড়াইটা সহজ করে দেয় মশাল ব্রিগেডের। তারপর থেকেই সময় এগোনোর সাথে সাথে একাধিক আপডেট উঠে আসতে থাকে এই ফুটবলারকে নিয়ে। বিশেষ সূত্র মারফত একটা সময় শোনা যায় যে কয়েকদিন আগেই নাকি ইস্টবেঙ্গলের চুক্তিপত্রে সাইন করে দিয়েছেন ডায়মান্টাকোস। যদিও সরকারিভাবে জানানো হয়নি কোনও কিছু।
তবে যা খবর, ডায়মান্টাকোস লাল-হলুদের সঙ্গে যুক্ত হলে তা এখনো পর্যন্ত বিদেশি ফুটবলার নেওয়ার ক্ষেত্রে সর্বাধিক অর্থের চুক্তি হবে। মনে করা হচ্ছে আগামী দুইটি সিজনের জন্য তার সঙ্গে চুক্তি করতে পারে ক্লাব। সেক্ষেত্রে প্রায় সাত কোটিরও বেশি টাকা খরচ করতে হবে ইমামি ম্যানেজমেন্টকে।