লোকসভা ভোট শেষ হতে এখনও দু দফা বাকি। আগামী ২৫ মে রয়েছে ষষ্ঠ দফার লোকসভা ভোট। এরই মাঝে ভোটের ফলাফল কী হবে তা নিয়ে ফের একবার বড় ভবিষ্যৎবাণী করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)।
আজ উত্তরপ্রদেশের সন্ত কবীর নগরে লোকসভা ভোটের প্রচারে গিয়েছিলেন অমিত শাহ। সেখানে দাঁড়িয়ে ইন্ডি জোট থেকে শুরু করে কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদবকে তুলোধোনা করলেন শাহ। তিনি বলেন, ‘গত ৫ দফায় ইতিমধ্যে প্রধানমন্ত্রী মোদী ৩১০-এরও বেশি আসনের মাইলফলক অতিক্রম করে ফেলেছেন। এখন ৪০০-র দিকে এগোচ্ছেন মোদী।’
এরপরেই জনতার উদ্দেশ্যে অমিত শাহ বলেন, ‘আপনারা যদি রাহুল বাবাকে কোথাও দেখতে পান তবে তাকে বলুন যে তিনি ৪০ টার বেশি আসন পাচ্ছেন না। এছাড়া অখিলেশ যাদব ৪টির-ও বেশি আসন পাবেন না।’
তিনি বিরোধীদের ইন্ডিয়ান ন্যাশনাল ডেভেলপমেন্টাল ইনক্লুসিভ অ্যালায়েন্স (I.N.D.I.A.) জোটকে কটাক্ষ করে বলেন, “বিরোধীরা একটি অহংকারী জোট গঠন করে এগিয়ে গেছে। আজ আমি এখান থেকে রাহুল বাবাকে জিজ্ঞাসা করতে চাই যে যদিও দূরবর্তী কোনো সম্ভাবনা নেই, কারণ মোদীজি প্রধানমন্ত্রী হতে চলেছেন, কিন্তু দেশের মানুষ জানতে চায় আপনি যদি সংখ্যাগরিষ্ঠতা পান, তাহলে আপনার প্রধানমন্ত্রী কে হবেন? মন্ত্রী?”
#WATCH | In his public meeting in Uttar Pradesh’s Sant Kabir Nagar, Union HM Amit Shah says, “In 5 phases, PM Modi has crossed the 310 mark and moving towards 400. If you see Rahul Baba somewhere, tell him that he is not getting more than 40 seats, Akhilesh Yadav won’t cross the… pic.twitter.com/ICC6FkJg66
— ANI (@ANI) May 23, 2024