CFL: দুয়ারে খাবার ডেলিভারি করে মাঠ কাঁপাতে প্রস্তুত সুজয়

জীবন যুদ্ধে কেউ হার মানেন, কেউ ঘুরে দাঁড়ান। বেহালার সুজয় খাঁড়া লড়াই করছেন, লড়াই করছেন ঘুরে দাঁড়ানোর জন্য। প্রস্তুতি নিচ্ছেন কলকাতা ফুটবল লিগ (CFL) খেলার…

sujoy khara cfl

জীবন যুদ্ধে কেউ হার মানেন, কেউ ঘুরে দাঁড়ান। বেহালার সুজয় খাঁড়া লড়াই করছেন, লড়াই করছেন ঘুরে দাঁড়ানোর জন্য। প্রস্তুতি নিচ্ছেন কলকাতা ফুটবল লিগ (CFL) খেলার জন্য।

   

AD14 Football Coaching Centre সুজয় খাঁড়া যোগ দিচ্ছেন ইউনাইটেড কলকাতা স্পোর্টস ক্লাবে। কলকাতা ফুটবল লিগের প্রথম ডিভিশন খেলবে ক্লাব। প্রিমিয়ার ডিভিশনে খেলার লক্ষ্য নিয়ে এবারের দল গঠন করছে ইউনাইটেড কলকাতা।

Sarthak Golui: বাঙালি ডিফেন্ডারকে বিদায় জানাল আইএসএল ক্লাব

AD14 Football Coaching Centre অভিষেক দাসের ফুটবল প্রশিক্ষণ কেন্দ্র। মোহনবাগান, ইস্টবেঙ্গলে খেলা অভিষেক দাসের কোচিং সেন্টারের ছাত্র সুজয়। আগামী দিনে বড় মঞ্চে খেলার লক্ষ্য নিয়ে এগোতে চাইছেন তিনি। এগোতে চাইছেন ধাপে ধাপে।

সুজয় খাঁড়া ২৪ বছর বয়সী ডিফেন্ডার, বেহালার ছেলে। দুই পা চলে সমান ভাবে। সেন্টার ব্যাকের পাশাপাশি রাইট ও লেফট ব্যাক পজিশনে খেলতে পারেন। সুজয়ের মধ্যে প্রতিভা থাকলেও আর্থিক সমস্যা মাথা ব্যাথার কারণ। বাড়ির খরচ চালানোর জন্য ফুটবল খেলার ফাঁকে করেন চাকরি। বাড়ি বাড়ি খাবার পৌঁছে দেওয়ার কাজ করেন সুজয়। বাবা একজন রং মিস্ত্রী, মা গৃহবধূ। বাবার উপার্জন সংসার চালানোর জন্য যথেষ্ট নয়। ছেলেকেও তাই খুঁজে বের করতে হয়েছে রোজগার করার পথ।

কোচিং সেন্টারের সহকারী প্রশিক্ষক অর্পণ দাস জানিয়েছেন, “সুজয় দুই পা-ই খুব ভাল চলে। সেন্টার ব্যাক, লেফট ব্যাক, রাইট ব্যাকে খেলতে পারে। আমাদের এখানে প্রায় চার বছর হল প্র্যাকটিস করেছে। বাড়ির আর্থিক দিকটাই ওর অসুবিধার কারণ। ওর বাবা রঙের কাজ করে।

Mohun Bagan: হাবাসই কোচ! মোহনবাগানের পোস্ট ঘিরে জল্পনা

সুজয় বড় হচ্ছে, ওকেও ঘরের খরচের ব্যাপারে ভাবতে হয়। ফুটবল প্র্যাকটিস করে, মাঝেমধ্যে সুইগগি, জম্যাটোতে খাবার ডেলিভারির কাজ করে। কোভিডের সময় ওর সমস্যা আরও বেড়েছিল। ফুটবলটা প্রায় বন্ধই করে দিতে বাধ্য হয়েছিল।পরে ধীরে ধীরে আবার খেলা শুরু করে। এবার কলকাতা ফুটবল লিগ খেলতে চলেছে।”