১২০০০ শূন্যপদে কর্মী নিয়োগ করতে চলেছে স্টেট ব্যাঙ্ক, রইল বিজ্ঞপ্তি

চাকরিজীবীদের জন্য সুসংবাদ। কারণ স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI) বর্তমানে তথ্য প্রযুক্তি (IT) পদ সহ বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি জারি করেছে। এখানে প্রায় ১২০০০ শূন্যপদে…

SBI

চাকরিজীবীদের জন্য সুসংবাদ। কারণ স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI) বর্তমানে তথ্য প্রযুক্তি (IT) পদ সহ বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি জারি করেছে। এখানে প্রায় ১২০০০ শূন্যপদে কর্মচারী নিয়োগ করা হবে বলে জানিয়েছে SBI। প্রযুক্তিগত অগ্রগতি এবং কাস্টমারদের পছন্দের ওপর ভিত্তি করে SBI Recruitment 2024-এর ঘোষণা করেছে । ব্যাঙ্কিং সেক্টরের গতিশীলতাকে নতুন আকার দিতেই এই নিয়োগ। আধুনিক ব্যাঙ্কিং ক্রিয়াকলাপে প্রযুক্তির মুখ্য ভূমিকাকে স্বীকৃতি দিচ্ছে SBI। তবে নিয়োগ প্রক্রিয়ায় ইঞ্জিনিয়ারিং স্নাতকদের অগ্রাধিকার দেওয়া হবে বলে জানিয়েছে SBI।

Advertisements

অধীক নিয়োগ :
২০২৪-এর জন্য SBI-এর নিয়োগের উদ্যোগের লক্ষ্য হল PO, Clerk এবং SO পদ সহ একাধিক পদে ১২ হাজারেরও বেশি শূন্যপদ পূরণ করা। সেই কারনেই
SBI এই বিষয়ের উপর বিশেষ গুরুত্ব আরোপ করেছে।

   

ইঞ্জিনিয়ারিং স্নাতকদের বিশেষ গুরুত্ব SBI এর:
SBI জানিয়েছে যে নিয়োগকারীদের মধ্যে ৮৫% ইঞ্জিনিয়ারিং দেড় স্নাতক হওয়া প্রয়োজন। কারণ ব্যাঙ্কিংয়ের ভবিষ্যত গঠনে SBI-এর নিয়োগ প্রক্রিয়ায় প্রযুক্তিকেই মুখ্য বলে ধরে নেওয়া হয়েছে।

প্রযুক্তি এবং ব্যাঙ্কিংয়ের একীকরণ:
গ্রাহক পরিষেবার কথা মাথায় রেখেই এসবিআই-এ প্রযুক্তি এবং ব্যাঙ্কিং দক্ষতার মধ্যে সমন্বয় গড়ে তোলা হচ্ছে। তবে চাকরিপ্রার্থীদের ব্যাঙ্কিং ব্যবস্থা সম্পর্কে সঠিক জ্ঞান এবং প্রযুক্তিগত বুদ্ধিমত্তার প্রয়োজন তবেই ব্যাঙ্কিং ব্যবস্থাকে সাজিয়ে তোলা যাবে।

Advertisements

কর্মজীবন বৃদ্ধির সুযোগ:
কর্মজীবনে উন্নয়নের শ্রীবৃদ্ধি ঘটাতেই SBI তার কর্মীদের ভালো প্রশিক্ষণের সুযোগ দিতে চলেছে ।

এই ১২০০ শূন্যপদে এখনও পর্যন্ত SBI আবেদন পক্রিয়া শুরু করেনি। তাই যোগ্য ও ইচ্ছুক প্রার্থীদের আবেদন করতে লক্ষ্য রাখতে হবে SBI এর ওয়েবসাইটে।