লোকসভা ভোটের প্রচারে বেরিয়ে (Mithun Chakraborty) কোনওমতে প্রাণে বাঁচলেন বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী। আজ, মঙ্গলবার মেদিনীপুরের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পালের সমর্থনে রোড শো করছিলেন মিঠুন। অভিযোগ, আচমকাই মিছিল লক্ষ্য করে ইট-বোতল ছোড়া হয়। বিজেপির দাবি, তৃণমূলের লোকজন পরিকল্পিতভাবে তাদের মিছিলে হামলা চালিয়েছে। যদিও এই অভিযোগ মানতে চায়নি রাজ্যের শাসকদল।
মঙ্গলবার হুড খোলা গাড়িতে মেদিনীপুর শহরে প্রচার করছিলেন মিঠুন চক্রবর্তী। পাশে ছিলেন বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল। বিজেপি কর্মীদের অভিযোগ, শান্তিপূর্ণ ভাবেই মিছিল চলছিল। আচমকাই মিছিল লক্ষ্য করে বোতল ছুঁড়তে শুরু করে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। ইটও ছোড়া হয়। পাল্টা জবাব দেয় বিজেপি কর্মীরা। দু’পক্ষের মধ্যে বোতল বৃষ্টি শুরু হয়ে যায়।
পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে গাড়ি থেকে অগ্নিমিত্রা আবেদন জানান, বোতল ছুড়বেন না। যদিও এই আবেদনে কোনও লাভ হয়নি। এদিকে মিঠুন চক্রবর্তীকে বাঁচাতে তাঁর নিরাপত্তারক্ষীরা শিল্ড ব্যবহার করেন। কোনওক্রমে রক্ষা পান মিঠুন-অগ্নি। পুলিশের সামনেই তৃণমূল হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছেন মিছিলে যোগদানকারী বিজেপি কর্মীরা।
Srijan Bhattacharya: সিপিআইএমের সৃজনকে লক্ষ্য করে উড়ে এল ইট, ছেঁড়া হল পতাকা, পঞ্চসায়রে হইহই কাণ্ড
এদিন সকালে যাদবপুরের সিপিএম প্রার্থী সৃজন ভট্টাচার্যের মিছিলেও হামলা চালানোর অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। মঙ্গলবার সকালে গড়িয়া এলাকায় হুডখোলা গাড়ি চেপে প্রচারে বেরিয়েছিলেন সৃজন। পিছনে অটো-বাইকে ছিলেন বাম কর্মী-সমর্থকেরা। পঞ্চসায়র থানা এলাকায় মিছিল পৌঁছতেই সৃজনের গাড়ি লক্ষ্য করে হামলা চালানো হয়।
Mamata’s instructions to Dev: ঘাটালে ভোট ২৫ মে, তার আগেই দেবকে বাড়তি দায়িত্ব দিলেন মমতা
সিপিএম কর্মীদের অভিযোগ, তৃণমূল কর্মী-সমর্থকেরা সিপিএম প্রার্থীর গাড়ি লক্ষ্য করে ইট ছোড়া শুরু করেন। প্রচার গাড়ি থেকে দলীয় পতাকা ছিঁড়ে দেওয়া হয়। পরিস্থিতি বেগতিক দেখে পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী ছুটে যায়। কিছুক্ষণের মধ্যে উত্তেজনা নিয়ন্ত্রণে আসে। সৃজনের অভিযোগ, ভোটে হারার ভয়েই হামলা চালিয়েছে তৃণমূল। যদিও অভিযোগ অস্বীকার করেছে শাসকদল।