Transfer Rumours: দল বদলের বাজারে ক্রেয়েশিয়ান ফরোয়ার্ডকে নিয়ে বাড়ছে জল্পনা

ট্রান্সফার উইন্ডো খোলার আগে দল বদল নিয়ে চলছে তুমুল জল্পনা (Transfer Rumours)। একাধিক নতুন বিদেশিকে দেখা যেতে পারে আগামী ইন্ডিয়ান সুপার লিগে। কেরালা ব্লাস্টার্সেও আসতে…

marin jakolis kerala blasters Transfer Rumours

ট্রান্সফার উইন্ডো খোলার আগে দল বদল নিয়ে চলছে তুমুল জল্পনা (Transfer Rumours)। একাধিক নতুন বিদেশিকে দেখা যেতে পারে আগামী ইন্ডিয়ান সুপার লিগে। কেরালা ব্লাস্টার্সেও আসতে পারে নতুন বিদেশি ফুটবলার। সে ব্যাপারে সোশ্যাল মিডিয়ায় নেটিজেনদের মধ্যে জারি রয়েছে আলোচনা।

   

২০২৩-২৪ মরসুমের শুরু থেকে সমস্যায় জর্জরিত ছিল কেরালা ব্লাস্টার্স (Kerala Blasters)। আর্থিক সমস্যার সম্মুখীন হয়েছিল ক্লাব। স্কোয়াডের একাধিক তারকা ফুটবলারকে বিদায় জানাতে হয়েছিল। তারপর নতুন ফুটবলারদের সই। সব মিলিয়ে সিজনের শুরুতেই একের পর এক ধাক্কা সামলাতে হয়েছিল ক্লাবকে।

CFL: এক ঝাঁক পাহাড়ি ফুটবল নিয়ে স্কোয়াড সাজাচ্ছে কলকাতার এই ক্লাব

২০২৩-২৪ মরসুম শেষে ইভান ভুকামানোভিচকে বিদায় জানিয়েছে কেরালা ব্লাস্টার্স। নতুন কোচ নিয়োগ করার কাজ এখনো বাকি রয়েছে। এছাড়াও দলে একাধিক নতুন বিদেশি ফুটবলারকে দেখার সম্ভাবনা রয়েছে। শক্তিশালী স্কোয়াড গঠন করে চমক দিতে পারে কেরালা ব্লাস্টার্স। এ বছর শেষ হওয়া মরসুমের ধাক্কা সামলে নতুন করে ঘুরে দাঁড়ানোর ব্যাপারে কাজ শুরু করে দিয়েছেন কেরালা ব্লাস্টার্সের কর্তারা। ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে, হলুদ জার্সিতেই নতুন মরসুমে খেলবেন তারকা বিদেশি আদ্রিয়ান লুনা। ইন্ডিয়ান সুপার লিগে ধারাবাহিকভাবে ভাল খেলা বিদেশি ফুটবলারদের মধ্যে অন্যতম এই আদ্রিয়ান লুনা। তাঁর সঙ্গে চুক্তির মেয়াদ অনেকটা বাড়িয়ে নিয়েছে ক্লাব।

Dimitrios Diamantakos: ইস্টবেঙ্গলে যোগ দেওয়ার জল্পনা উস্কে দিলেন দিমিত্রি

মারিন জাকোলিস নামের ক্রোয়েশিয়ার এক ফুটবলারের সঙ্গে কেরালা ব্লাস্টার্স কথা বলেছে বলে সোশ্যাল মিডিয়ায় দাবি করা হয়েছে। সাতাশ বছর বয়সী Marin Jakolis ফরোয়ার্ড এবং উইঙ্গার হিসেবে খেলতে পারেন। আক্রমণভাগের ফুটবলার। খেলেছেন অস্ট্রেলিয়ার মেলবর্ন সির্টি এফসির হয়ে। কেরালা ব্লাস্টার্স তাকে দলে নিতে আগ্রহী বলে শোনা যাচ্ছে।

তবে তাঁর সঙ্গে দল বদল সংক্রান্ত আলোচনা আপাতত ফলপ্রসূ হয়নি বলেই মনে করা হচ্ছে। আলোচনা চূড়ান্ত পর্যায়ে পৌঁছাবে কি না সেটাও এখন প্রশ্নের মুখে। ক্রোয়েশিয়ার বয়স ভিত্তিক জাতীয় দলের হয়ে খেলেছেন মারিন জাকোলিস।