Election commission:দুপুর তিনটে পর্যন্ত ভোটের হার কত, জেনে নিন তথ্য

আজ সারা দেশে পঞ্চমদফার ভোট গ্রহণ চলছে। সারা দেশে ৪৯ কেন্দ্রে ভোটগ্রহণ রয়েছে। অন্যদিকে এই রাজ্যে ৭ কেন্দ্রে ভোটগ্রহণ চলছে। তবে পঞ্চম দফায় বেশ কিছু…

vote

আজ সারা দেশে পঞ্চমদফার ভোট গ্রহণ চলছে। সারা দেশে ৪৯ কেন্দ্রে ভোটগ্রহণ রয়েছে। অন্যদিকে এই রাজ্যে ৭ কেন্দ্রে ভোটগ্রহণ চলছে। তবে পঞ্চম দফায় বেশ কিছু অশান্তির খবর পাওয়া গিয়েছে। সকাল থেকে বিক্ষিপ্ত ঘটনার অভিযোগও জমা পড়েছে নির্বাচন কমিশনে। এইদিন সকালেই ব্যারাকপুরের বিজেপি প্রার্থীকে বিক্ষোভের মুখে পড়তে হয় বীজপুরে। অন্যদিকে কোথাও বুথ জ্যামের অভিযোগও পাওয়া যায়। বিদায়ী সাংসদ লকেট চট্টোপাধ্যায়ের সঙ্গে ঝামেলায় জড়ান অসীমা পাত্র! আবার হাওড়ায় বোমাবাজির খবর পাওয়া গিয়েছে। মদ্যিখানে বৃষ্টির জন্য ভোটদানে একটু ভাঁটার সৃষ্টি হলেও ভোটহানের হার কিন্তু নজরকাড়া।

নির্বাচন কমিশন সূত্রে পাওয়া খবর অনুযায়ী, দুপুর ৩টে পর্যন্ত বনগাঁয় ৬১.৮৩ শতাংশ, হুগলিতে ৬৫.০১ শতাংশ, ব্যারাকপুরে ৫৫.৩৪ শতাংশ, হাওড়ায় ৫৮.৮১ শতাংশ, উলুবেড়িয়ায় ৬৬.৪৫ শতাংশ এবং শ্রীরামপুরে ৬৩.০৫ শতাংশ ভোট পড়েছে। দেশে দুপুর ৩টে পর্যন্ত ৪৭.৫৩ শতাংশ ভোট পড়েছে বলে কমিশন সূত্রে খবর। ভোটের হার সবচেয়ে বেশি বাংলাতেই।

Advertisements

এখানেই শেষ নয়, দুপুর ৩টে পর্যন্ত সবচেয়ে কম ভোট পড়েছে মহারাষ্ট্রে। সেখানে ভোটের হার ৩৮.৭৭ শতাংশ। এ ছাড়া, বিহারে ৪৫.৩৩ শতাংশ, জম্মু ও কাশ্মীরে ৪৪.৯০ শতাংশ, ঝাড়খণ্ডে ৫৩.৯০ শতাংশ, লাদাখে ৬১.২৬ শতাংশ এবং ওড়িশায় ৪৮.৯৫ শতাংশ ভোট পড়েছে।