বিরাট দুর্ঘটনা হওয়ার হাত থেকে রক্ষা পেল এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের (Air India Express) একটি বিমান। পাইলটদের তৎপরতায় ১৮৫ জনের জীবন রক্ষা পেল।
জানা গিয়েছে, মাঝ আকাশে বেঙ্গালুরু-কোচি বিমানের একটি ইঞ্জিনে আগুন লেগে যায়। বিমানটি তড়িঘড়ি বেঙ্গালুরু বিমানবন্দরে অবতরণ করা হ্য এবং তাৎক্ষণিকভাবে আগুন নিভিয়ে ফেলা হয়। যে কারণে বড়সড় দুর্ঘটনা এড়ানো গিয়েছে। মামলাটি গতকাল মধ্যরাতের। এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের বিমানটিকে জরুরি অবতরণ করা হয় রাত ১১.১২ মিনিট নাগাদ। বিমানটি অবতরণের সঙ্গে সঙ্গে আগুন নিভিয়ে ফেলা হয়।
ঘটনা প্রসঙ্গে বড় তথ্য দিয়েছে বেঙ্গালুরু আন্তর্জাতিক বিমানবন্দর লিমিটেডের (বিআইএএল) একজন মুখপাত্র। তিনি বলেছেন যে ১৭৯ জন যাত্রী এবং ৬ জন ক্রু সদস্যকে বিমান থেকে সফলভাবে নামানো হয়। ইঞ্জিনে আগুন ধরে গেলে জরুরি অবতরণ করে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের এক মুখপাত্র জানিয়েছেন, বিমানটি উড্ডয়নের সঙ্গে সঙ্গেই ডান দিকের ইঞ্জিন থেকে আগুনের শিখা বের হতে দেখা যায়। তা দেখে তৎক্ষণাৎ সিদ্ধান্ত নেওয়া হয়, সতর্কতা হিসেবে বিমানটিকে ফিরে অবতরণ করতে হবে এবং বেঙ্গালুরু বিমানবন্দরে অবতরণ করতে হবে। সকলেই সুরক্ষিত আছেন বলে খবর।
বিমানে আগুন লাগার কারণ জানতে নিয়ন্ত্রক সংস্থার সঙ্গে আলোচনা করে পূর্ণাঙ্গ তদন্ত করা হবে।
As flames were seen emanating from the right engine after takeoff, the Bengaluru- Kochi flight elected to return and carried out a precautionary landing at Bengaluru. The ground services also reported flames, resulting in an evacuation. The crew accomplished an evacuation with no… https://t.co/lFbVchCe5B
— ANI (@ANI) May 19, 2024
On May 18, 2024, an Air India Express Airbus A320-216 aircraft (VT-ATF) powered by CFM56-5B engines, made an emergency landing at BLR Airport at 23:12 hrs while operating flight IX1132 from Bengaluru (BLR) to Kochi (COK), after it started spitting flames from its right engine.… pic.twitter.com/Ko5Sw3h36A
— FL360aero (@fl360aero) May 19, 2024