বাসে ভয়াবহ আগুনে পুড়ে মৃত্যু ৮ পুণ্যার্থীর, আহত অন্ততপক্ষে ২৪ জন

ঘুমের মধ্যেই ঝলসে গেল একের পর এক প্রাণ। তীর্থযাত্রা করে আর ফেরা হল না অনেকের। হরিয়ানার (Haryana) নুহের কুন্ডলি-মানেসর-পালওয়াল এক্সপ্রেসওয়েতে বাসে আগুন লেগে আটজন নিহত…

ঘুমের মধ্যেই ঝলসে গেল একের পর এক প্রাণ। তীর্থযাত্রা করে আর ফেরা হল না অনেকের। হরিয়ানার (Haryana) নুহের কুন্ডলি-মানেসর-পালওয়াল এক্সপ্রেসওয়েতে বাসে আগুন লেগে আটজন নিহত ও কমপক্ষে ২৪ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন বলে খবর।

পুলিশ জানিয়েছে, বাসটি বৃন্দাবন থেকে ফিরছিল। বাসে আগুন লাগার কারণ এখনো অজানা সকলের। শুক্রবার রাতে অজ্ঞাত কারণে পুণ্যার্থী বোঝাই একটি বাসে আগুন ধরে যায়। ঘটনায় বাসে থাকা আটজন জীবন্ত দগ্ধ হয়েছেন এবং দুই ডজনেরও বেশি মারাত্মকভাবে আহত হয়েছেন, যাদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। চলন্ত বাসে আগুনের লেলিহান শিখা দেখে স্থানীয় লোকজন আগুন নেভানোর চেষ্টা করে। এরপর তড়িঘড়ি ঘটনাটি পুলিশকে জানানো হয়। পরে দমকল ঘটনাস্থলে পৌঁছে কোনওরকমে আগুন নিয়ন্ত্রণে আনে।

   

এদিকে নিহতরা পাঞ্জাব ও চণ্ডীগড়ের বাসিন্দা বলে জানা গেছে। যাঁরা মথুরা ও বৃন্দাবন থেকে তীর্থ করে ফিরছিলেন। পুলিশ ব্যবস্থা নিতে শুরু করেছে। মৃত সরোজ পুঞ্জ ও পুনম জানিয়েছেন, শুক্রবার এক পর্যটক বাস ভাড়া করে বেনারস ও মথুরা বৃন্দাবন দর্শনের উদ্দেশে রওনা দেন।