Carlitos: ইস্টবেঙ্গলের দল গঠনের জল্পনা যুক্ত হল স্প্যানিশ ফরোয়ার্ডের নাম

ইস্টবেঙ্গলে চলছে দল গঠনের কাজ। আগামী মরসুমে লাল হলুদ শিবিরে যোগ দেবেন একাধিক নতুন বিদেশি ফুটবলার। কে বা কারা যোগ দিতে পারেন সে ব্যাপারে রয়েছে…

Carlitos east bengal

short-samachar

ইস্টবেঙ্গলে চলছে দল গঠনের কাজ। আগামী মরসুমে লাল হলুদ শিবিরে যোগ দেবেন একাধিক নতুন বিদেশি ফুটবলার। কে বা কারা যোগ দিতে পারেন সে ব্যাপারে রয়েছে জল্পনা। সম্প্রতি ইস্টবেঙ্গলের দল গঠন সংক্রান্ত জল্পনায় উঠে এসেছে এক স্প্যানিশ ফরোয়ার্ডের নাম।

   

সামাজিক যোগাযোগ মাধ্যমে উঠে এসেছে Carlos Daniel López Huesca-এর নাম। যিনি পরিচিত Carlitos নামে। সোশ্যাল মিডিয়ায় দাবি করা হচ্ছে, ইস্টবেঙ্গল স্পেনের এই ফুটবলারকে দলে নেওয়ার ব্যাপারে আগ্রহী।

East Bengal: বিনো জর্জ বুঝিয়ে দিচ্ছেন ক্লাব কেন ভরসা করে তাঁর ওপর

কে এই Carlitos?

কার্লিতস ৩৩ বছর বয়সী স্প্যানিশ ফরোয়ার্ড। পেশাদার ফুটবল কেরিয়ারে খেলেছেন একাধিক ক্লাবে। পোল্যান্ডে প্রচুর গোল করেছেন কার্লিতস। ২০১৬-১৭ মরসুমে স্পেনের নামকরা ক্লাব ভিলেরিয়েল বি দলের সদস্য ছিলেন। স্পেন, রাশিয়া, পোল্যান্ড, গ্রিস, কাজাখস্তানের ফুটবল লিগে খেলেছেন। ২০২২-২৩ মরসুমেই জিতেছেন পোলিশ কাপ। Legia Warszawa ক্লাবের হয়ে খেলে পোল্যান্ডে সাফল্য পেয়েছিলেন Carlitos। এই ক্লাবের হয়ে খেলেই জিতেছিলেন পোলিশ কাপ, Ekstraklasa খেতাব। ২০১৭-১৮ মরসুমে সেরা ফর্মে ছিলেন স্পেনের এই ফরোয়ার্ড।

East Bengal vs Punjab FC: ইস্টবেঙ্গলের সামনে প্রাচীর হয়ে উঠতে পারেন পাঞ্জাব এফসির এই ফুটবলার

পোল্যান্ডে গোলের বন্যা বইয়ে দিয়েছিলেন। Ekstraklasa ২০১৭-১৮ মরসুমে হয়েছিলেন টপ গোলস্কোরার, সেরা ফুটবলার ও মরসুমের সেরা ফরোয়ার্ডের সম্মান জিতেছিলেন। এক মরসুমের করেছিলেন ২৪ গোল। গ্রিসেও ট্রফি জিতেছেন Carlos Daniel López Huesca। Panathinaikos ক্লাবের হয়ে খেলে ২০২১-২২ সিজনে জিতেছিলেন গ্রিক কাপ। গসম্প্রতি খেলেছেন কাজাখস্তানের ফুটবল লিগে।

ইস্টবেঙ্গলে কি কার্লিতস নিশ্চিত? সেটা এখনই বলা হচ্ছে না. সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবি করা হচ্ছে, ক্লাব এই ফুটবলারকে দলে নেওয়ার ব্যাপারে আগ্রহী।