এই মরশুমে আইএসএল চ্যাম্পিয়ন হয়েছে মুম্বাই সিটি এফসি (Mumbai City FC)। অ্যাওয়ে ম্যাচে তারা পরাজিত করেছিল শক্তিশালী মোহনবাগান সুপারজায়ান্টস দলকে। যা নিয়ে এখনো খুশির আমেজ রয়েছে সমর্থকদের মধ্যে। জুলাইয়ের শেষের দিক থেকে আবারও নতুন মরশুম শুরু হলেও নতুন সিজনে এএফসি কাপ খেলবে দল। সেইমতো প্রস্তুতি শুরু করে দিয়েছে মুম্বাই সিটি ম্যানেজমেন্ট। বলাবাহুল্য, নতুন সিজনে একেবারে নতুন করে সেজে উঠতে চলেছে দল। কিরঘিজ কোচ পেট্রো ক্র্যাটকির হাত ধরে নতুন করে শুরু হয়েছে দল সাজানোর কাজ।
জর্জ পেরেইরা দিয়াজ থেকে শুরু করে তিরি হোক কিংবা অধিনায়ক রাহুল ভেকে, নতুন মরশুমে কাউকেই দেখা যাবে না রনবীর কাপুরের এই ফুটবল দলে। যতদূর খবর, নতুন সিজনে জারাগোজার বেঙ্গালুরু এফসির সঙ্গে যুক্ত হতে চলেছে এই দাপুটে ফুটবলাররা। যা নিঃসন্দেহে বড়সড় চমক। এছাড়াও এবারের আইএসএলের বেশিকিছু ফুটবলারদের চূড়ান্ত করার পথে এই ফুটবল ক্লাব।
অন্যদিকে, নিজেদের প্রথম একাদশের পাশাপাশি রিজার্ভ বেঞ্চকে ও শক্তিশালী করার লক্ষ্য এবারের আইএসএল জয়ী দলের। সেইমতো এবার তাদের নজর গিয়ে পড়েছে খালিদ জামিলের জামশেদপুর এফসির দিকে।
সেই দলের গোলরক্ষক টি পি রেহনেশের দিকে নজর পড়েছে তাদের। এই ফুটবল সিজনে জামশেদপুর এফসির জার্সিতে ২০ টি অ্যাপিয়ারেন্সের পাশাপাশি ৫ টি ক্লিনশিট ছিল বছর একত্রিশের এই ফুটবলারের। মনে করা হচ্ছে, আগামী মরশুমের একাধিক টুর্নামেন্টের কথা মাথায় রেখে বিকল্প গোলরক্ষক হিসেবে দলে যোগ দিতে চলেছেন তিনি।