চলতি মরসুমে কেরালা ব্লাস্টার্সের (Kerala Blasters) হয়ে ভাল পারফর্ম করা নাওচা সিং (Naocha Singh) নতুন চুক্তি পত্রে সম্মত হয়েছেন। এতদিন খাতায়-কলমে তিনি ছিলেন মুম্বই সিটি এফসির ফুটবলার। লোনে খেলেছেন একাধিক ক্লাবে। কেরালা ব্লাস্টার্সের হয়েও লোনে খেলেছেন নাওচা ।
Mohammedan SC: দিল্লি এফসির এই ফুটবলারের দিকে নজর দুই ক্লাবের
কেরালা ব্লাস্টার্সের সঙ্গে চুক্তির মেয়াদ আরও এক বছর বাড়ানোর ঘোষণা করা হয়েছে। রবিবার দুপুরে ব্লাস্টার্সের পক্ষ থেকে জানানো হয়েছে এই সই সংবাদ। চলতি মরসুমে আইএসএলে ব্লাস্টার্সের হয়ে ১৬টি ম্যাচ খেলেছেন নাওচা। গত মরসুমে পাঞ্জাব এফসি-র সঙ্গে লোনে যুক্ত ছিলেন। এর আগে ইস্টবেঙ্গলের হয়ে মাঠে নেমেছিলেন লোনে।
প্রাক্তন গোকুলাম কেরালা এফসির এই ফুটবলার দুই মরসুম আগে মুম্বই এসেছিলেন। ২৪ বছর বয়সী এই ফুটবলার কেরিয়ার শুরু করেছিলেন নেরোকা এফসির হয়ে। খেলেছেন ট্রাউ এফসির হয়েও।
Naocha’s story as a part of the Blasters family continues! Contract extended till 2025.💛#NoachaSingh #KBFC #KeralaBlasters pic.twitter.com/DcdmEYBW7h
— Kerala Blasters FC (@KeralaBlasters) May 12, 2024
Komron Tursunov: আইএসএল খেলার পথে কোমরন তুরসুনভ?
২০১৯-২০ মরসুমের আগে গোকুলাম কেরালা এফসি-তে যোগ দেন তিনি। গোকুলামের হয়ে ২০১৯ ডুরান্ড কাপ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। টুর্নামেন্টে মোহনবাগানের বিরুদ্ধে ফাইনালে গোকুলাম কেরালার একটি গোলে সহায়তা করেছিলেন তিনি। ফুল-ব্যাক হিসাবে উভয় প্রান্তে খেলার ক্ষমতা থাকার কারণে, গোকুলাম কেরালা যখন ২০২০-২১ আই লিগ জিতেছিল তখন নাওচা দলের গুরুত্বপূর্ণ অংশ ছিলেন। সেই মরসুমে আই লিগে ১৫টি ম্যাচ খেলেছিলেন নাওচা। গত মরশুমে পাঞ্জাবের হয়ে আই লিগ খেতাব জিতেছিলেন তিনি।