News Desk: কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের করোনা বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ভারতে করোনা আক্রান্ত হয়েছেন ৬ হাজার ৫৩১ জন। গত ২৪ ঘন্টায় করোনায় মৃতের সংখ্যা ৩১৫। যার ফলে করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ লক্ষ ৭৯ হাজার ৯৯৭।
গত ২৪ ঘন্টায় দেশে করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ৭ হাজার ১৪১ জন। এখনও পর্যন্ত দেশে করোনা থেকে মোট সুস্থ হয়েছেন ৩ কোটি ৪২ লক্ষ ৩৭ হাজার ৪৯৫। এই মুহূর্তে দেশে সুস্থতার হার ৯৮.৪০ শতাংশ। দেশে করোনা আক্রান্ত সক্রিয় রোগীর সংখ্যা ৭৫ হাজার ৮৪১।
সোমবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘন্টায় দেশে করোনা টিকাকরণের সংখ্যা ২৯ লক্ষ ৯৩ হাজার ২৮৩। এখনও পর্যন্ত দেশে মোট টিকাকরণের সংখ্যা ১৪১ কোটি ৭০ লক্ষ ২৫ হাজার ৬৫৪।