Mamata Banerjee’s Jail: কেজরিওয়ালের মুখে ফুল চন্দন পড়ুক: শুভেন্দু

জেল থেকে বেরিয়েই বিস্ফোরক অরবিন্দ কেজরিওয়াল। তাঁর দাবি, মোদী ফের ক্ষমতায় এলে মমতাকেও জেলে (Mamata Banerjee’s Jail) পাঠাবেন। কোনও বিরোধী নেতাকেই ছাড়বেন না। কারণ, মোদী…

Photograph featuring Suvendu Adhikari, Arvind Kejriwal, and Mamata Banerjee, three politicians engaged in conversation, standing in a public setting.

জেল থেকে বেরিয়েই বিস্ফোরক অরবিন্দ কেজরিওয়াল। তাঁর দাবি, মোদী ফের ক্ষমতায় এলে মমতাকেও জেলে (Mamata Banerjee’s Jail) পাঠাবেন। কোনও বিরোধী নেতাকেই ছাড়বেন না। কারণ, মোদী চান ‘এক দেশ-এক নেতা’। কেজরিওয়ালের মুখে ফুল চন্দন পড়ুক। পালটা খোঁচা শুভেন্দু অধিকারীর।

আবগারী মামলায় গত মার্চের একুশ তারিখ দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতার করে ইডি। ৫০ দিনের পর, শুক্রবার জেল থেকে মুক্তি। আর শনিবার একেবারে বিস্ফোরক কেজরিওয়াল। দাবি করলেন, ফের মোদী এলে, মমতা বন্দ্যোপাধ্যায়কে জেলে পুরবেন। এ নিয়ে পালটা কটাক্ষ করছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেছেন, ‘মদ কেলেঙ্কারিতে গ্রেফতার হওয়া অরবিন্দ কেজরিওয়াল বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় গ্রেফতার হবে। আমি বলব, ওনার মুখে ফুল চন্দন পড়ুক। এটাই সারা বাংলা চায়।’

   

নানা অভিযোগে দেশজুড়ে মোদী বিরোধী অনেক নেতাই জেলে। গরাদের পিছনে রয়েছেন তৃণমূলের একাধিক নেতা-মন্ত্রীও। এর প্রতিবাদে বারবার সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার জেল থেকে বেরিয়ে কেজরিওয়ালের মুখে জেল-আশঙ্কা। তাঁর কথায়, চব্বিশের ভোট জিতে গেলে কিছু দিনের মধ্যে মমতা দিদি জেলে থাকবেন, তেজস্বী, স্ট্যালিন, পিন্নারাই বিজয়ন-যত বিরোধী নেতা আছেন, সব জেলের ভিতর থাকবেন।

তৃতীয় মোদী সরকার গঠিত হলে আরও একগুচ্ছ আশঙ্কার কথা শুনিয়েছেন আপ প্রধান আরবিন্দ কেজরিওয়াল। তিনি বলেছেন, মোদীর লক্ষ্য- ওয়ান নেশন ওয়ান লিডার। দেশের সব নেতাকে শেষ করতে চান মোদী। মিশন চলছে। যত বিরোধী নেতা আছে তাদের জেলে পাঠাবেন। যত বিজেপির নেতা আছে তাদের রাজনীতি খতম করতে থাকবেন। বিরোধীদের মধ্যে মণিশ সিসোদিয়া, সঞ্জয় সিং, সত্যেন্দ্র জৈন, অরবিন্দ কেজরিওয়াল, হেমন্ত সোরেনকে জেলে পাঠিয়েছেন। মমতা দিদির অনেক মন্ত্রী, স্টালিনের অনেক মন্ত্রীকে জেলে পাঠিয়েছেন।

অরবিন্দ কেজরিওয়ালের দাবি, মোদী চান ওয়ান নেশন ওয়ান লিডার। তাই বিরোধী নেতাদের পাশাপাশি তাঁর নিজের দলের নেতাদেরও রেহাই দেবেন না। যদি তিনি চব্বিশের ভোটে জেতেন। তাঁর মতে, দেশের সব নেতাকে খতম করতে চান মোদী। আডবানি, মুরলী মনোহর যোশী, সুমিত্রা মহাজান, শিবরাজ সিং চৌহান যিনি মধ্যপ্রদেশ জিতিয়ে দিলেন, তাঁকে মুখ্য়মন্ত্রী বানালেন না। এবার কার নম্বর। যোগী আদিত্যনাথ। এই ভোট জিতলে দুই মাসের মধ্যে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী বদলে দেবেন। যোগী আদিত্যনাথের রাজনীতি খতম করবেন। এটাই তানাশাহি।

এই প্রসঙ্গে তৃণমূল নেতা কুণাল ঘোষ বলছেন, অরবিন্দ কেজরিওয়াল বিজেপির মুখোশ খুলেছেন।  বিজেপি কিছুই করতে পারবে না।