Mamata Banerjee: ‘আরও কুকীর্তি আছে’, রাজ্যপাল আনন্দ বোসকে পেনড্রাইভের জুজু দেখালেন মমতা

রাজভবনে শ্লীলতাহানি কাণ্ডের পর ফের বিস্ফোরক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শনিবার তাঁর ঘোষণা, “আমাকে রাজভবনে ডাকলে আর যাব না। রাস্তায় ডাকবে, রাস্তায় গিয়ে দেখা…

Bengal Governor CV Ananda Bose Files Defamation Case Against Mamata Banerjee, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর বিরুদ্ধে এবার মানহানির মামলা দায়ের করলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস

রাজভবনে শ্লীলতাহানি কাণ্ডের পর ফের বিস্ফোরক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শনিবার তাঁর ঘোষণা, “আমাকে রাজভবনে ডাকলে আর যাব না। রাস্তায় ডাকবে, রাস্তায় গিয়ে দেখা করে আসব। যা কীর্তি শুনছি, আপনার পাশে বসাও পাপ।”

রাজ্যপালের বিরুদ্ধে রাজভবনের এক অস্থায়ী কর্মচারীকে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। যা নিয়ে উত্তাল রাজ্য রাজনীতি। ভোটের মধ্যেই এই অভিয়োগকে হাতিয়ার করে তেড়েফুড়ে বিজেপি বিরোধী প্রচারে নেমেছে তৃণমূল। রাজ্যপালকে আক্রমণ করচেন স্বয়ং মুখ্যমন্ত্রী।

   

এসবের মধ্যেই শনিবার হুগলির সপ্তগ্রামের জনসভা থেকে হাতজোড় করে মমতা বলেন, ‘বাবারে, আমায় এখন রাজভবনে ডাকলে আমি আর যাব না। রাজভবনে আমি আর যাচ্ছি না ভাই। আমায় রাস্তায় ডাকলে যাব। রাজ্যপালের কথা বলতে হলে আমায় রাস্তায় ডাকবেন। আমি রাস্তায় গিয়ে দেখা করে আসব। কিন্তু যা কীর্তি-কেলেঙ্কারি শুনছি, আপনার পাশে বসাটাও পাপ!’

Arvind Kejriwal: এবার বিজেপি জিতলেই মমতা জেলে! বড় বোমা কেজরিওয়ালের

মমতা দাবি, রাজ্যপালের ইস্তফা দেওয়া উচিত। বলেছেন, “মাননীয় রাজ্যপাল, আমার কী দোষ আপনি বলুন? আমি তো জানিই না ঘটনা পুরো। আমাকে বলছেন, দিদিগিরি চলবে না। আপনি ইস্তফাটা কবে দেবেন?”

রাজভবনের তরফে যে সিসিটিভি ফুটেজ প্রকাশ করা হয়েছে, তা বিকৃত করা হয়েছে বলেও অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী। রীতিমতো আক্রমণাত্মক সুরে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো বলেন, ‘মহিলাদের উপর অত্যাচার করার কে আপনি? কাল নাকি প্রেসকে ডেকেছিল।’

Soumitra VS Sujata: ‘পিঠ খুলে’ সৌমিত্রকে আহ্বান সুজাতার

এরপরই হুঁশিয়ারির সুরে মুখ্যমন্ত্রী বলেছেন, ”আমার কাছে সম্পূর্ণ সিসিটিভি ফুটেজ আছে। একটি সংবাদমাধ্যমের থেকেই সেই ভিডিয়ো পেয়েছি। ভয় পাবেন না কপিটা আমার কাছে আছে। আমি রেখেছি। যেটা এডিট করেছেন সেটাও আমার কাছে আছে। এখনও তো সব বেরোয়নি। আর একটা পেন ড্রাইভ আমি পেলাম। আরও কীর্তি-কেলেঙ্কারি। কীর্তির পর কীর্তির। কেলেঙ্কারির পর কেলেঙ্কারি!”

এরপরই মুখ্যমন্ত্রী রাজভবনে তাঁর না যাওয়ার বিষয়টি ঘোষণা করেন।