পূর্ব রেল একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সে বিজ্ঞপ্তি দেখলে চোখ কপালে ওঠার জোগাড়। পূর্ব রেলের তরফে জানানো হয়েছে যে প্রায় ৩৬০০ কোটি টাকা প্যাসেঞ্জার রেভিনিউ বাবদ পূর্ব রেলের আয় হয়েছে ২০২৩-২৪ আর্থিক বছরে। যা সর্বকালীন একটি রেকর্ড। শুধু তাই নয় এর আগের অর্থবর্ষ থেকে এই অর্থবর্ষে লাভ বেড়েছে ৯ শতাংশ। অর্থাৎ যতই মুখে রেলকে প্রতিদিন ব্যঙ্গ করুক না কেন নিত্যযাত্রীরা, দিনের শেষে চোখ বন্ধ করে রেলকেই ভরসা করেছে তারা। গত অর্থবর্ষে এই বিপুল পরিমাণ লাভের ফলে আগামী দিনের রেলকে আরও ঢেলে সাজানোর পরিকল্পনা রয়েছে রেলের।
পূর্ব রেল সূত্রে জানা গিয়েছে, ৬৩৬ কোটি টাকা পূর্ব রেল রোজগার করেছে শুধুমাত্র প্যাসেঞ্জার ট্রেন থেকে। ২০২৩-২৪ আর্থিক বছরে পূর্ব রেলওয়ের মাধ্যমে প্রায় ১১৫১ মিলিয়ন প্যাসেঞ্জার যাত্রা করেছেন। তার মধ্যে শহরতলীর যাত্রীর সংখ্যা প্রায় ৯৬৫ মিলিয়ন যারা শহরতলি থেকে কলকাতায় নিয়মিত যাতায়াত করেন। গত বছরের তুলনায় তা বেড়েছে ৯%। ২০২৩-২৪ আর্থিক বছরে পূর্ব রেলওয়ে প্রায় ১৮৬ মিলিয়ন নন-সাবার্বান যাত্রী নিয়ে যেতে সক্ষম হয়েছে।শুধুমাত্র এই এপ্রিল মাসে প্রায় ১০৭৩ কোটি টাকা আয় করেছে পূর্ব রেল যা একটি উল্লেখযোগ্য রেকর্ড এবং একটি মাইলস্টোন।
এত গোলযোগের মধ্যেও পূর্ব রেলের এই রেকর্ড খতিয়ানে খুশি রেল কতৃপক্ষ। আগামীদিনে তাঁরা আরও ভাল পরিষেবা দিতে বাধ্যপরিকর বলে জানিয়েছে। কিছুদিনের মধ্যেই শিয়ালদহ মেন শাখায় সব ট্রেন ১২ বগি হবে বলে জানা গিয়েছে। এছাড়াও আরও উন্নত প্রযুক্তি আসতে চলেছে বলে জানা গিয়েছে।