Loksabha election 2024:পায়রা উড়িয়ে থানা জ্যাম করে দেওয়ার হুঁশিয়ারি দিলীপের

সময় বদলে যাবে তবু তিনি বদলাবেন না! তিনি এখনও অকুতোভয়। তিনি আজও ভয়ডরহীন। আসলে দিলীপ ঘোষ আছেন দিলীপ ঘোষেই! তিনি শুধরে যাওয়ার বান্দা নয়। পুলিশকে…

Dilip Ghosh Celebrates Birthday at Eco Park, Just a Day After His Wedding

সময় বদলে যাবে তবু তিনি বদলাবেন না! তিনি এখনও অকুতোভয়। তিনি আজও ভয়ডরহীন। আসলে দিলীপ ঘোষ আছেন দিলীপ ঘোষেই! তিনি শুধরে যাওয়ার বান্দা নয়। পুলিশকে মারধর, বিবস্ত্র করার হুমকি দেওয়ার পরও এ বার রাতে থানা ‘জ্যাম’ করে দেওয়ার হুঁশিয়ারি দিলেন দিলীপ ঘোষ। পর ক্ষণেই তাঁর মুখে আবার শান্তির বার্তা!

শুক্রবার সকালে পায়রা উড়িয়ে শাসকদলকে সেই বার্তা দিতে চাইলেন বর্ধমান-দুর্গাপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী। তাঁর কথায়, ‘‘একজন পায়রা নিয়ে এসেছিল। ওড়ালাম। টিএমসি-র লোকেদের বুঝিয়ে দিলাম, শান্তিতে ভোট করো। যারা বোঝার বুঝে গিয়েছে।’’মুখে হুঁশিয়ারি আবার পরক্ষণে শান্তির বার্তা! এক আশ্চর্য ব্যাপার। এইদিন পূর্ব বর্ধমানের রায়নগর এলাকায় প্রাতর্ভ্রমণে বেরিয়ে দিলীপ বলেন, ‘‘পুলিশ যদি বেশি প্রভুভক্তি দেখায়, তা হলে শুধু মুখে বলব না, থানা জ্যাম করে দেব গোটা রাত।” এখানেই শেষ নয়, তিনি হুমকির সুরে বলেন, পুলিশ যদি রাজনীতি করতে আসে তাহলে অন্য ব্যবস্থা হবে। আমরা রাজনীতি দিয়ে মোকাবিলা করব।

   

এখানেই শেষ নয়, এইদিন তিনি তৃণমূলকেও দেন সাবধানী বার্তা। তাঁর কথায়, এখানে অনেক ছোট বড় নেতা দাপিয়ে বেড়াচ্ছে। বেশী বাড়াবাড়ি করলে অন্য ব্যবস্থা নেব। তাঁর কথায়, ” বেশি বাড়াবাড়ি করলে বড় বাড়িতে পাঠিয়ে দেব।’’ এই মন্তব্য করার পরেই তিনি পায়রা উড়িয়ে দেন। তিনি কি সবাইকে শান্তির বার্তা দিতে চাইলেন ? উঠেছে প্রশ্ন।

Advertisements