Loksabha election 2024:শুভেন্দুকে ‘গদ্দার’ বলতে নারাজ দেব! হঠাৎ শুভেন্দু প্রসঙ্গে সুর নরম কেন দেবের

ভোটের সময়ে যখন একদিকে ঘৃণা ভাষণের বন্যা। শাসক বিরোধী শিবির একে অন্যকে কুকথার বন্যা বইয়ে দিচ্ছে, সেখানেই যেন আলাদা দেব! এই ভোটের ভরা মরশুমে তিনি…

dev-suvendu

short-samachar

ভোটের সময়ে যখন একদিকে ঘৃণা ভাষণের বন্যা। শাসক বিরোধী শিবির একে অন্যকে কুকথার বন্যা বইয়ে দিচ্ছে, সেখানেই যেন আলাদা দেব! এই ভোটের ভরা মরশুমে তিনি যেন ঘৃণার বাজারে ভালবাসার দোকান খুলেছেন। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে ‘ গদ্দার’ বলতে তাঁর আপত্তি। স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠেছে, কেন ? ভোটের ভরা মরশুমে তিনি কী করে কল্পতরু হয়ে উঠলেন ? কারণ জানালেন দেব নিজেই। তিনি বলেন, “আমি মনে করিনা আমাকে মঞ্চে উঠে গদ্দার বলতে হবে”। এই প্রসঙ্গে তিনি শুভেন্দুর এককালের সাহায্যকে ভুলতে পারেননি বলে জানিয়েছেন।

   

এই বিষয়ে তিনি সংবাদমাধ্যককে বলেছেন, ” ওই মানুষটি আমাকে ২০১৪ , ২০১৯ এ এলাকা ঘুরিয়েছিল । আজ যেমন হিরণকে নিয়ে ঘুরছেন। আমার নির্বাচন ফান্ড করেছে । আমি আজ লোকটাকে দেখে চিনতেই পারবো না, এটা হয় না।” একটু পিছনে ফিরে গেলে মনে পড়ে যাওয়ার কথা ২০১৯ সালে লোকসভা নির্বাচনের সময় কিন্তু মেদিনীপুরে জেলা পর্যবেক্ষক হিসাবে প্রথমে দায়িত্ব পেয়েছিলেন মন্ত্রী শুভেন্দু অধিকারী। সঙ্গে নিয়ে প্রচার করেছিলেন দেবকে। তখনও তিনি তৃণমূলের গুড বুকে। দেব এই প্রসঙ্গকে টেনেই বলেছেন, ” আমি ওই রাজনীতিতে বিশ্বাস করি না যে কাউকে মঞ্চে উঠে গদ্দার বলতে হবে। ঘৃণার রাজনীতি আমি চাই না।”

যদিও শুভেন্দু অধিকারী কিন্তু এই ব্যাপারে দেবের থেকে এক পা এগিয়ে। শুভেন্দু বলেছিলেন, “এনামুলের টাকায় দেব যে সিনেমা করেছেন, এটা তো প্রমাণিত সত্য। দেব একবার নিজাম প্যালেসে গিয়েছেন।” এছাড়াও আরও বিভিন্ন বিষয়ে দেবকে সরাসরি আক্রমণ করেছিলেন। এতকিছুর পরেও দেব যেন কল্পতরু। দেবের এই রাজনীতি কি সত্যিই সব কিছুর উপরে নাকি পুরোটাই ভোটের গিমিক!