HS Result 2024: এবার উচ্চমাধ্যমিকে পাসের হার ৯০ শতাংশ, শীর্ষে পূর্ব মেদিনীপুর

পরীক্ষা শেষের ৬৯ দিনের মাথায় ভোট আবহেই প্রকাশিত হল চলতি বছরের উচ্চমাধ্যমিকের ফলাফল৷ ২০২৪ সালে উচ্চমাধ্যমিকে মোট পরীক্ষার্থী ছিলেন ৭,৫৫,৩২৪ জন। এর মধ্যে পরীক্ষায় পাস…

madhyamik

পরীক্ষা শেষের ৬৯ দিনের মাথায় ভোট আবহেই প্রকাশিত হল চলতি বছরের উচ্চমাধ্যমিকের ফলাফল৷
২০২৪ সালে উচ্চমাধ্যমিকে মোট পরীক্ষার্থী ছিলেন ৭,৫৫,৩২৪ জন। এর মধ্যে পরীক্ষায় পাস করেছেন ৬,৭৯,৭৮৪ পরীক্ষার্থী। পাসের হার ৮৯.৯৯ শতাংশ পরীক্ষার্থী। পাশের হারে এগিয়ে পূর্ব মেদিনীপুর। কলকাতা পাঁচ নম্বরে।

এবারের উচ্চমাধ্যমিকে ২২ শতাংশ পরাক্ষার্থী পেয়েছেন ৭০ শতাংশের বেশি নম্বর। ৮০ শতাংশের বেশি নম্বর পেয়েছে ৮.৪৭ শতাংশ। বিজ্ঞান বিভাগে পাশের হার ৯৭ শতাংশ। কলা বিভাগে পাশের হার ৮৮.২ শতাংশ। বাণিজ্য বিভাগে পাশের হার ৯৬.০৮ শতাংশ।

   

৪৯৬ মার্কস পেয়ে প্রথম হয়েছেন আলিপুরদুয়ারের অভীক দাস। অভীক আলিপুরদুয়ারের ম্যাকউইলিয়াম হায়ার সেকেন্ডারি স্কুলের ছাত্র। দ্বিতীয় হয়েছেন নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের সৌম্যদীপ সাহা। তাঁর প্রাপ্ত নম্বর ৪৯৫। তৃতীয় হয়েছেন অভিষেক গুপ্ত। অভীষেক মালদা রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দিরের পড়ুয়া। তাঁর প্রাপ্ত নম্বর ৪৯৪।

মেধা তালিকায় চতুর্থ প্রতীচী রায় তালুকদার। প্রতীচী কোচবিহারের সুনীতি অ্যাকাডেমির ছাত্রী। যুগ্মভাবে চতুর্থ স্থানে রয়েছেন চন্দননগরের কৃষ্ণভাবিনী স্কুলের স্নেহা ঘোষ। ৯৮.৬ শতাংশ। মেয়েদের মধ্যে উচ্চ মাধ্যমিকে যুগ্মভাবে প্রথম হয়েছেন প্রতীচী তালুকদার এবং স্নেহা ঘোষ।

পঞ্চম স্থানে রয়েছে ৭ জন। প্রাপ্ত নম্বর ৪৯২। কাঁথি হাইস্কুলের সায়ন্তন মাইতি। বাঁকুড়ার সুস্বতি কুণ্ডু, মালদহের সুপ্তথিতা সরকার, কলকাতার সৌনক কর, শান্তিনিকেতনে সানন্দা রায়। রয়েছে অঙ্কিত পাল, অর্নব কর।

ষষ্ঠ স্থানে চার জন। প্রাপ্ত নম্বর ৪৯১। হুগলির মাহেশ রামকৃষ্ণ মিশনের রুদ্র দত্ত। নরেন্দ্রপুরের নিলয় চট্টোপাধ্যায়, কোচবিহারের সুনীতি অ্যাকাডেমির মনুশ্রী চন্দ, হুগলি কলেজিয়েট স্কুলের অভ্রকিশোর ভট্টাচার্য।

কলকাতার হিন্দু স্কুলের ছাত্র অর্ঘদীপ দত্ত উচ্চ মাধ্য়মিকে অষ্টম স্থানে রয়েছেন। নবম স্থানে রহড়া রামকৃষ্ণ মিশনের ছাত্র অহন চক্রবর্তী। যুগ্মভাবে  নবম স্থানে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের অদ্বিতীয় বন্দ্যোপাধ্যায় ও অর্ক সাহা। কলকাতার পাঠভবন স্কুলের ছাত্র  উজান চক্রবর্তীও নবম।

দশম স্থানাধিকারী নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের সোহম মুখোপাধ্যায়, শুভ্রজিৎ ঘোষ। 

আরও পড়ুন- WB HS Result 2024: উচ্চমাধ্যমিকের রিভিউয়ে আসছে বিরাট পরিবর্তন, কী জানালেন সংসদ সভাপতি?

মেধাতালিকায় প্রথম দশে ৫৮ জন। তার মধ্যে ছাত্র ৩৫ জন এবং ছাত্রী ২৩ জন। প্রকাশিত ফলাফল অনুযায়ী, মেধা তালিকায় শীর্ষ রয়েছেন হুগলি জেলার ১৩ জন পরাক্ষার্থী, বাঁকুড়ার ৯ জন, দক্ষিণ ২৪ পরগনার ৭ জন এবং কলকাতার ৫ জন।

এবারে পাশের হার এগিয়ে পূর্ব মেদিনীপুর। দ্বিতীয় স্থানে আছে কালিম্পং- ৯২.৫১ শতাংশ। এরপর আছে পশ্চিম মেদিনীপুর- ৯২.৭৮ শতাংশ। চতুর্থ স্থানে দক্ষিণ ২৪ পরগনা- ৯২.৮৭ শতাংশ। কলকাতা আছে পঞ্চম স্থানে। কলকাতায় পাশের হার ৯২.১৩ শতাংশ। এরপর পূর্ব মেদিনীপুর- ৯৫.৭৭ শতাংশ। উত্তর ২৪ পরগনায় পাশের হার ৯২.০৫ শতাংশ। আর হুগলিতে ৯১.০৬ শতাংশ পাশের হার। এ বছর সংখ্যালঘু ১,৮৭,৯২৪ জন পরীক্ষা দিয়েছিলেন। পাশের হার ৮৬.৯০।

উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য জানিয়েছেন, বুধবার মার্কশিট এবং শংসাপত্র হাতে পাবেন না পরীক্ষার্থীরা। সংসদের ৫৫টি বিতরণ কেন্দ্রে আগামী ১০ মে সকাল ১০টা থেকে মার্কশিট এবং শংসাপত্র বিদ্যালয়গুলোর হাতে তুলে দেওয়া হবে। ওই দিন স্কুলগুলি পরীক্ষার্থীদের সেই মার্কশিট এবং শংসাপত্র বিতরণ করবে। মার্কশিটে নম্বরের পাশাপাশি পার্সেন্টাইলও থাকবে।